গল্পটা আপনারা সকলেই জানেন। মহামতি নিউটনের মাথায় আদৌ আপেল পড়েছিল নাকি সেটা নিয়ে মতভেদ, গালগল্প থাকতেই পারে।
ব্যাপার টা আসলে এমনও নয়, একদিন একটি আপেল পড়ল আর নিউটন ইউরেকা ইউরেকা বলে মাধ্যাকর্ষণ শক্তির হদিস পেয়ে গেলেন।
স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ শক্তি নিয়ে ভেবেছেন। অনেক ভেবেছেন। তিনি নিজেই বলেছিলেন , আমি বরং ভাবতে ভালোবাসি!
এইবার মূল বক্তব্যে আসি। নিউটনের মাথায় আপেল পড়ার গল্প আপনি কত বছর বয়সে শুনেছেন?
মহাকর্ষ শক্তির গল্প শোনা উচিত ছিল আরো আগে। মহাকর্ষের গল্প জানতে কেন আমাকে সাইন্স জানতে হবে?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭