
অনেকদিন ফটো পোস্ট করা হয় না। নতুন ডিপার্টমেন্টে সমস্যা আর সমস্যা। এডিটের সফটওয়্যার নাই । ভাল্লাগে না আর। এই ফটোগুলো মোবাইলে নিয়ে গিয়ে আবার ডেস্কটপে নিলাম। ইমগোরে আর ছবি আপলোড করলে ছবি পোস্ট দিলে দেখা যায় না। https://imgbb.com.... এখানে গেলাম দেখি পিসি থেকে আপলোড হয় না। এত স্লো করে রাখছে নেট। আবার মোবাইলে গিয়ে আপলোড করে লিংক এনে পিসিতে রাখলাম । হাহাহা বিরাট ঝালেমা হই গেল। যাই হোক এবারের ফুলগুলো আমাদের গ্রামের বাড়ী থেকে তুলেছিলাম। শত শত ছবি পিসিতে মোবাইলে সময়ের কারণে আর দেয়া হয় না।
ফুল সবাই ভালোবাসে আমিও তার ব্যতিক্রম নই। অন্যান্য ছবি কমই তোলা হয় যত না ফুলের ছবি তুলি। আশাকরি আপনাদের ভালো লাগবে।
০২। আমাদের লজ্জাবতী কন্যা। উনাকে আবার ছোঁয়া যায় না । উনি পাতার ঘোমটা পরে নেন।

০৩। লজ্জাবতী

০৪। সোনালু ফুলের পাপড়ি

০৫। বৃষ্টি ভেজা রক্ত জবা ফুল

০৬। ব্যাঙের ছাতা সূর্যের মাথায় ধরছিলাম

০৭। জারুলের ঝরে পরা পাপড়ি

০৮। ধুন্দল ফুল

০৯। হলুদ কসমস

১০। সাদা নয়নতারা

১১। সুন্দরী কসমস কইন্যা। এটা অপু ভাইয়ার জন্য

১২। আহা আমার প্রিয় বেলী

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




