
©কাজী ফাতেমা ছবি
এখন আমার তুমি ছাড়া
আর কাটে না ভালো
একলা রাতের নিস্তব্ধতা
মন করে দেয় কালো,
তুমি ছাড়া এখন আমার
আর লাগে না ভালো।।
মৌনতার সে চাদর পাতা
চোখের আয়নায় মরু
একলা একা কার সাথে যে
গল্প করি শুরু,
তুমি ছাড়া একলা আমার
কাটে না আর ভালো।।
রাত্রিগুলো স্মৃতির টানে
অতীত টেনে ধরে
তোমার কথা ভাবলে এখন
অশ্রু চোখে ঝরে,
একলা আমার তুমি ছাড়া
কাটে না হায় ভালো।।
রোজ জানালা রাখি খোলা
যদি একবার আসো
আমায় নিয়ে প্রেমের ভেলায়
আবার যদি ভাসো,
আর কাটে না তুমি ছাড়া
আমার একটু ভালো।।
বন্ধ রাখি দোরের কপাট
হাওয়ায় যদি কাঁপি
কাঁথা গায়ে শোয়ে শোয়ে
খুলি স্মৃতির ঝাঁপি,
তুমি ছাড়া এই শুনো না
লাগে না আর ভালো।।
কান্না পেলে খুঁজি তোমায়
মুছতে চোখের জল
আমার সাথে করলে কেন
ভালোবাসার ছল?
এখন আমার কাটে না গো
তুমি ছাড়া ভালো।।
কেউ ডাকে না রোজ সকালে
কেউ করে না ফোন কল
আলোর প্রভাত আর দেখি না
মন বিষাদে চঞ্চল,
লাগে না আর তুমি ছাড়া
আমার একটু ভালো।।
সিদ্ধ ডিমে সকাল শুরু
রান্না সব চুলোয় যাক
তুমি ছাড়া হৃদয় পুড়ে
জানো না হলো খাক!
কেমনে বলো লাগে আমার
তুমি ছাড়া ভালো!
ছাতা ছাড়া হাঁটি পথে
পানির পট থাকে না
চোখের আয়নায় তোমার মত
স্মৃতি কেউ আঁকে না!
এই শুনো না তুমি ছাড়া
লাগে কি আর ভালো!!
জ্বরে পুড়ি, ঠান্ডায় মরি
কেউ দেখে না ছুঁয়ে
পাগলী বলে কপালে হাত
জ্বর দেখে না নুয়ে!
হায় লাগে না তুমি ছাড়া
একটু আমার ভালো।।
বরই গাছে চেয়ে থাকি
পেয়ারা ঐ ঝুলে
কেউ দেয় না পেড়ে আমায়
ভালোবেসে ভুলে!
তুমি ছাড়া এখন আমার
লাগে নাকো ভালো।।
কলেজ কোচিং গোল্লায় গেলো
উদাস থাকি রোজই
তোমার মতো ভালোবেসে
নেয় না কেউ খোঁজই,
কাটে না আর তুমি ছাড়া
আমার এখন ভালো।।
হেডফোনের তার ছিঁড়ে গেছে
হয় না শোনা গান আর
তুমি ছাড়া বিষন্ন দিন
বাঁচে না এ প্রাণ আর,
তোমায় ছাড়া একলা আমি
আর লাগে না ভালো।।
রাগের মাত্রা কমে গেছে
যাওয়া হয় না মলে
স্মৃতিগুলো ভাবলে তোমার
চোখ ভরে যায় জলে,
এমন জীবন তুমি ছাড়া
কাটে কি আর ভালো!!
নীল ফতোয়া দেখলে হঠাৎ
থমকে দাঁড়াই পথে
টিশার্ট ঐ সাজানো পুতুল
ব্যথা ঢালে ক্ষতে,
এমন ক্ষত বুকের ভিতর
কেমনে লাগে ভালো।।
যাত্রা পথে কেউ নেই সাথে
একলা ফিরি বাড়ি
হয় না সাথী আর কেউ আমার
ছুটে চলে গাড়ি,
বাসের ভিতর কেউ নেই পাশে
লাগে না,আর ভালো।।
আকাশছবি মন ক্যানভাসে
দেয় না কেউ আর এঁকে
হয় না দেখা দ্বাদশীর চাঁদ
জোছনা গায়ে মেখে,
স্মৃতির মতো কেউ পুড়ায় না
এমন করে ভালো!
০৭. ০৪. ১৮
কারো লিখার উত্তরে লিখেছিলাম
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



