
©কাজী ফাতেমা ছবি
অথচ তোমার জন্য গেঁথেছিলাম
কতশত ছন্দোবদ্ধ কবিতা
কবিতার পরতে পরতে ছড়ায়ে অভিমান
ঢেলে দিয়েছিলাম সবটুকু প্রেম...
অতঃপর কবিতার বেড়া টপকে এসে
হুমকি হয়ে উঠো আমার জন্য!
শব্দ বুনতে গিয়েও থমকে যাই…..
এলোমেলো হয়ে যায় সাদা পাতা।
কিন্তু কবিতা বাগানের….
কাঁটাতার পার হলেই
তুমি সন্ধান পেতে সবুজ ঘাস
কাঁটাতার পার হলেই
তুমি পেতে স্নিগ্ধ হাওয়া
কাঁটাতার পার হলেই
পেতে শিউলী ফোটা ভোরের মুগ্ধতা।
তবু্ও কবিতাই বুনে যাই নিত্য…..
যাতে ঢেলে দেই তোমার জন্য
কিছু অভিমান-কিছু আহ্লাদ
কিছু নিস্তরঙ্গ সময়-কিছু আবেগ
কিছু বিচ্যুত বিশ্বাস-ফেরারী ক্ষণ
কিছু ভুল-কিছু বিরহ-কিছু কষ্ট
কিছু তিক্ততা-কিছু বিস্মৃতি আর
এক পেয়ালা ভালোবাসা।
সময় ফুরিয়ে গেলে যদি পজেটিভ হও
তবে পড়ে নিয়ো এক নিঃশ্বাসে
ভেবে নিয়ো-আহা কতই না ভালো ছিল
সেই ফেরারী সময়গুলো।
(২৯/০৪/২০১৭)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৩ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



