
©কাজী ফাতেমা ছবি
এত হা হুতাশ, এত আনন্দ হই হুল্লোড় আর রঙিন স্বপ্নগুলো
উড়িয়ে নিয়ে যাবে এসে বৈরী হাওয়ার এক মুঠো ধুলো,
এত স্বপ্ন সাজানো থরে থরে, ঘরে বাইরে, মনের দেয়ালে,
সবই বৃথা, সবই ধুয়াশায় যাবে ছেয়ে মৃত্যুদূত বুকে হাত ছুঁয়ালে।
পাথরের মেঝে, প্লাস্টিক পেইন্টের দেয়াল, এই ঝাঁড়বাতি
দিনে ফুরোলে আয়ূ , সব অন্ধকার দিনেই নেমে আসবে রাতি
এই সাজানো বাগান, এই ফুল ফল, এই গোধূলী বেলা,
সবই অদৃশ্য কুয়াশা এসে করবে দখল, আর বসবে না মেলা।
এই যে বসে আছি শব্দে ছন্দে সাজাচ্ছি কবিতার খাতা,
সময় ফুরোলে হবো নিমেষেই রঙবাহারী ফুলের ঝরা পাতা,
আর ছন্দ নেমে আসবে না, আর শব্দের তুলবো না ঝড়,
আর ঝরবে না মন দেয়ালে সুখ নির্ঝর।
কোথায় হবে ঠাঁই, আগুনে না পুষ্পের বিছানায়, জানা নেই অল্প,
একদিন না চাইলেও যে ফুরিয়ে যাবে জীবনের গল্প;
এখানে অহংকার পুষি, এখানে স্বার্থের লাগি করি হানাহানি,
অন্যের সম্পদ নিজের করে নিতে অযথাই টানাটানি।
এখানে চোখ বন্ধ হলেই মরে যাবে অনুভূতি,
একদিন না চাইলেও হারাবো চোখে আলোর জ্যোতি,
কত আশা কত অপূর্ণতার বেড়াজালে আটকে খুঁজি আরও মোহ
আহা মন, আহা জীবন, বয়স ফুরোয়, সময় এসে দেহের সাথে করে দ্রোহ।
ভবলীলা সাঙ্গ হলেই মনে রাখবে না আর কেউ
আমল অনুযায়ী ভাঙ্গবে জীবনে দুঃখ সুখের ঢেউ;
একদিন সব হারিয়ে একা হবো, তবু্ও তো অহম মনে পুষি,
এই দুনিয়ায় এক তিল সুখ পেলেই হয়ে যাই মহাখুশি।
(১৯-০৯-২০২২)
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



