
©কাজী ফাতেমা ছবি
কী এক রঙিন চশমায় আটকে গিয়েছি
আটকে গেছে জীবন মোহমায়ার বুকে।
গ্রাম্য পরিবেশের হাওয়া গায়ে লাগিয়ে সহসা
টুপ করে ঢুকে পড়ি ব্যস্ততার চোরকুঠুরিতে,
পেরেশানির সিঁড়িতে পা ফেলতে ফেলতে কেটে যায়
সহস্র দিন, সহস্র রাত।
এখানে স্নিগ্ধ প্রহর নেই, মুগ্ধতার এক লহমা পাইনি ছুঁয়ে।
চোখ বন্ধ করলেই দেখি চারপাশে সেই ফুলেল দিন আর
কোকিল, দোয়েল সময়, প্রজাপতি ক্ষণ এসে দাঁড়ায় পাশে।
অন্ধকারে খুঁজে ফিরি ইচ্ছেঘুড়ি দিনগুলো,
যে দিনের কোলে বসে কল্প স্বপ্ন -যা ইচ্ছে তাই করার বাহানা
আহা মনে পড়ে যায়, দৃশ্যমান হয়ে উঠে, চোখের কিনারায়।
আলোতে যে দিনগুলো ঘ্রাণ হারায় আজ তা
অন্ধকারেই হয়ে উঠে রঙিন ফুলঝরা পাপড়ি মতন।
চোখ বন্ধ করলেই হাতছানি দিয়ে ডাকে আমার শৈশব কৈশোর
থমকে দাঁড়াই, যেতে পা বাড়ালেই ফিরে আসি বাস্তবে,
সেই প্রখর রোদ্দুর দিনগুলো, যেখানে আমার স্মৃতিগুলো শুয়ে আছে
এখানে কখন যে টুপ করে ঢুকে পড়েছি রঙিন চশমার আড়ালে।
অস্বচ্ছ মানুষের ভিড়ে নিজেকে বেমানান ঠেকে বড়,
মিথ্যার আড়ালে মানুষ সত্যের রঙে খেলে হোলি,
কেউ বিধাতার দেয়া শৃঙ্খলতা উচ্ছন্নে ফেলে হেঁটে যায় পথ
বলতে গিয়েও দ্বিদা দ্বন্দ্বে হই পাগল
বন্ধ করে দেই নির্দ্বিধায় উচ্ছ্বল মনের আগল।
২৩/১০/২০১৮
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




