
কয়েকদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম। এখন আর ক্যামেরা নেয়া হয় না সাথে। ওজন বেশী, তাছাড়া ছবিগুলো বের করা যায় না। অফিসের পিসিতে সেই অপশন বন্ধ। বাসায় ল্যাপটপে বসা হয় না, সুযোগই নাই। এবার মোবাইলে ছবি তুলেছি। আমার মোবাইল নষ্ট হয়ে গেছে প্রায়। ভাঙ্গাচোড়া মোবাইল দিয়ে ছবি তুলি। এই ছবিগুলো এই বছরের না কিন্তু। এগুলো আগের তোলা। এবার নানান জায়গায় ঘুরেছি। সেই ছবিগুলো পিসিতে নিলে পোস্ট দিতে পারবো।
বারবার বলতেছি আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, আমি কবিও না, লেখিকাও না।, জব আর সংসারের কাজের ফাঁকে লিখালিখি আর ছবি তোলা একটা শখের কাজ। এই কাজ করলে কর্মের বিতৃষ্ণা ভুলি। তাই এ নিয়ে একজন নেগেটিভ মন্তব্য করে আমার স্পিড কমিয়ে দিতে চায় । অথবা সে আমারে দেখতেই পারে না। আমার যেকোনো পোস্ট তার মাঝে একটা হিংসার দেয়াল তৈরী করে। আমি জানি না কেন এমন করে সে। যাই হোক যা ইচ্ছে করুক গা।
০১।
ছাতা মাথা, ব্যাঙের ছাতা
শব্দে ভরি কাব্যের খাতা;
যা্ ইচ্ছে তাই লিখি তাইতো
এসব ব্যাঙের ছাতা।
ভেজা মাটিতে গ্রামের বাড়িতে এই ছত্রাক দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে
০২। আহা অগ্রহায়ণ, ধানের মৌ মৌ ঘ্রাণ
বাড়ি ফিরতে মনে বাড়ে টান,
তুমিও এসো আমার সঙ্গে
কয়েকটা দিন নির্ভেজাল কাটুক
কাটুক আনন্দ রঙে।

০৩। কামরাঙা দেখলেই মনে পড়ে যায় মেয়ে বেলা
বোল ভর্তি কামরাঙায় রসুন, লংকা আর লবণে মাখামাখি
ঝালে চোখে জল, তবুও তো স্বাদের গাঙে ভাসিয়েছি তৃপ্তির ভেলা।

০৪। জলের আয়নায় মুখ দেখবে
বসবে নাকি জলের ঘাটে
ইতি দিয়ে কর্মপাঠে
এসো খেজুরের ছায়া.......
জলের ঢেউয়ে তোমার মুখোচ্ছবি দেখো,
সে ছায়া ভেঙ্গে হলো গুড়ো ঢেউয়ে
তেমন করেই স্বপ্ন আমার করে দাও এলোমেলো।

০৫। ধরো ছাতা মাথার উপর
পরবো না রোদের টোপর
এই উদাসী দুপুর
পায়ে বাজাবে শুকনো পাতার নূপুর?

০৬। ভেজা মাটিতে হাঁটতে পারো,
সুখ শিহরণ পাবে অঙ্গে;
দেখো তাকিয়ে মাটিতে, কত মুগ্ধতা আছে ছড়িয়ে চারিদিকে
তুমি মুগ্ধ হতে শিখো বন্ধু।

০৭। সন্ধ্যা মালতি তোকে দেখতে এসেছি
কেমন আছিস?
মন মন্দ কী? এই তুই তো সেজে আছিস গোলাপী রঙ শাড়িতে
তোর হতে কিছু রঙ আমায় দিবি?

০৮।ভেজা জবা ফুলে মিশে আছে স্নিগ্ধতা
সে স্নিগ্ধতা হাতে তুলে নাও
দেখো কী সুখ মন ভুবনে।

০৯। লাল লংকা গুড়ো আর কামরাঙা
ঝালে ঝুলে সেই অতীতের কথা মনে পড়ে যায়
আমরা ভাইবোনেরা দুপুরটা কাটিয়ে দিতাম
রঙবাহারী ভর্তার স্বাদে।

১০।
ভেজা মাটির ঘ্রাণ
ভরে যায় প্রাণ
কী কঠোর পরিশ্রমে কৃষক ঘরে তুলে সোনা ফলা ধান
এমন প্রহরে ঘাসে বসতে মন করে আনচান।

১১।এই যে দেখে যাও, কী মুগ্ধতা ছড়িয়ে আছে সর্বত্র
তুমি গ্রামে আসো একটি বার
মেঘের খামে লিখলাম এক পত্র
তোমায় জানাই নিমন্ত্রণ.........

১২। সাদা নয়ন তারায় মিশে আছে শুভ্রতা
দেখলেই মনে আসে শত শুদ্ধতা

১৩। একটা গোলাপী গোলাপ দিয়ো
হয়ে যেয়ো আমার প্রিয়

১৪। ইচ্ছে হয় হেঁটে যাই বহুদূর পথ
তুমি সঙ্গে থাকবে নিতে যদি শপথ।

১৫। লজ্জাবতী মন আমার
ভালোবাসো একটুখানি
তুমি অবহেলা করলেই আমি চুপসে যাই

সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




