
©কাজী ফাতেমা ছবি
মুগ্ধ তুমি মুগ্ধতা ছড়িয়ে হারিয়ে গেলে অজানায়
উড়বে না আর এখানে স্বাধীনতার ডানায়;
বন্ধু রবিউলের একটি রক্তাক্ত জবানবন্দি
সে রক্ত যে তোমারই মুগ্ধ
যে রক্তে ভিজে গেছে রাজপথ, সবুজ ঘাস।
তোমার স্মৃতিগুলো রবিউল উড়িয়ে দিয়েছে হাওয়ায়
রাতের কুয়াশা, বৃষ্টির জল টিনের চাল গড়িয়ে
ভিজিয়ে দিত স্বপ্ন ঘুমের আরাম কাঁথা;
তুমি তো তা শুকাতে দিতে না। তোমার বন্ধু
কতটা ভালোবাসতো তোমায়, সবকিছু পরিপাটি করে
এনে দিত তোমার সম্মুখে।
কী মনোযোগী ছাত্র তুমি, ক্লাস করতে না কখনো মিস
সবাই হাসতো, বলতো পড়া পাগল ছেলে;
দুরন্ত তুমি, অথৈ মেধা বুকের ভেতরে নিয়ে
তুমি হারিয়ে গেলে শূন্যে।
কী মায়া তোমার মুখে বাবা, তুমি তোমার মায়ের একা ছেলে নও
তুমি কোটি মায়ের ছেলে আজ;
কত মা কেঁদেছে তুমি কী তা দেখেছো মুগ্ধ;
সহপাঠীদের প্রিয় তুমি, মেধার মূল্যায়নে নেমেছিলে রাজপথে।
তুমি যখন পানি লাগবে পানি লাগবে বলে আগাচ্ছিলে পথ
আমরাও মুগ্ধ হয়ে দেখেছি, কে জানতো খানিক বাদেই তুমি হয়ে যাবে নাই
কী করে পারলো ওরা আমাদের করের টাকায় কেনা বন্দুকের গুলিতে
তোমার বুক ঝাঁঝরা করে দিতে!
প্রিয় মুগ্ধ আমিও তো মা, তোমার মুখখানায় আমি আমার ছেলের মুখ দেখি
ক্লান্ত হয়ে যখন বসেছিলে দু'দন্ড
ভাবতেও তো পারো নি, চলে যাবে নিশ্চুপ চাপা অভিমান বুকে নিয়ে
সহসা ভাগ্যরেখায় এসে লাগবো মারণ বুলেট, তুমি লুটিয়ে পড়লে।
তুমি তো চেয়েছিলে ছুটিতে ঘুরতে যাবে দলবেঁধে
টিকেট কেটে ফেলেছিলে, কত পরিকল্পনা ছিল জীবন নিয়ে
স্বপ্ন পূর্ণতা পায়নি মুগ্ধ, তুমি ফ্রি ল্যান্সার ছিলে
সম্মানের সাথে বয়ে এনেছিলে দেশের জন্য সুনাম;
মুগ্ধ বড্ড তাড়া ছিল বুঝি যাওয়ার।
তুমি হেরে যাওনি, তুমি ঝরা সফেদ পালক
তুমি মরে গিয়েও হয়েছো অমর
মুগ্ধ তুমি ইতিহাসের পাতায় করে নিয়েছো স্থান;
কোটি মানুষের দোয়া তোমার সঙ্গে
রব তোমাকে নিশ্চয়ই জান্নাতে দেবেন ঠাঁই।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



