
©কাজী ফাতেমা ছবি
জীবন তোমার ফুরফুরে সকাল, কত আহ্লাদিপনা, কত আবেগ
হাওয়ার গতি মন, অশ্ব যেমন বেগ,
কত কু চিন্তা এসে মনে করে ভর,
জীবনের মোহগুলো ছুঁয়ে মন করে নাও সুখে উর্বর।
জীবন মধ্য দুপুর, ধরাকে করো সরা জ্ঞান,
জীবনে উচ্চাকাঙখার সিঁড়ি বেয়ে মোহ ছুঁবে, মনে সে ধ্যান,
দুনিয়ার চিন্তায় রইলে মশগোল,
ভালো'র পথে আয় অল্প, মনে বাঁধলো গন্ডগোল।
জীবন মধ্য দুপুর, গায়ে দুর্বার শক্তি,
দুনিয়ার রঙ তামাশা, আড্ডাবাজিতেই অথৈ ভক্তি,
কখনো ভাবোনি জীবন যাবে সায়াহ্নে, ফুরোবে জীবনের বেলা
উলটো দিকেই বেয়ে গেলে জীবনের ভেলা!
আমলনামায় জমা হয়নি পুন্যির পাহাড়,
বুঝোনি বেলাশেষে কেমন হবে জীবনের রঙ বাহার,
একদিন ঝাপসা হবে চোখের আলো, সতেজ গাল যাবে ঝুলে
কষ্ট ছুঁয়ে তুমি ভাববে সারাটি জীবন এদেহে শুধু সুখই
রেখেছিলাম তুলে।
ঘরের বিছানায় একাকি দিন যাপন
জরাজীর্ণতা রোগ সোগই পরম আপন,
সুখের স্মৃতিগুলোই ভাসবে চোখের আয়নায়,
কত ক্ষমতাশালী ছিলে, কেউ কেউ হ্যাঁ সুর মিলিয়েছিলো
তোমার স্বার্থের বায়নায়।
পার করে দিলে নামাজবিহীন সেই অশ্বগতির যৌবন,
তখন ভেবেছিলে আমার খুব আপন এই মোহ ভুবন,
ভুলের প্রায়শ্চিত্ত এসে বেলাশেষে তোমার দেহ ছুঁয়ে যায়
দেহের পরতে পরতে সময় ব্যাধীর চারা রুয়ে যায়।
জীবনের রঙ যায় মুছে একদা, সব রঙ হয় ফিকে,
অসুখের দামে মনের হাটে তখন কেবল যন্ত্রণা বিকে!
বয়সের ভারে নুয়ে পরা জীবন প্রভুর এক বিন্দু দয়া যাচে,
স্বপ্ন হয় বিস্বাদ, জীবন পুড়ে হয় ছাই অতীত পাপের আঁচে।
(২৫-০৯-২০২১)


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


