
©কাজী ফাতেমা ছবি
কখনো রোদ কখনো বৃষ্টি দিয়ে, শরত যায় হেমন্তের বাড়ী,
কখনো সুখ কখনো অসুখ আহা দিনগুলো আলো আঁধারি;
প্রিয় ঋতু শরত যায় হেঁটে হেঁটে, কিছু মুগ্ধতা ছড়িয়ে,
ইচ্ছে হয় বারোমাস শরত রাখি বুকে জড়িয়ে।
শুভ্রতা ছড়িয়ে শরত হাসে শুদ্ধ হাসি, স্বচ্ছ আলো,
নদীর কিনারে, ঝোপঝাড়ে কাশফুল, লাগে কীযে ভালো;
হাওয়ায় উড়ে নরম কাশফুল পাপড়ি, মুগ্ধতারা উড়ে,
শুভ্র মেঘেদের হুড়োহুড়ি আকাশের বুকে,
সুখ বাজে শূন্যে মিহি সুরে।
ফড়িংয়ের উড়াউড়ি, প্রজাপতির ডানা মেলা দিন
শরত ঋতু এলেই মনে বাজে সুখের বীণ;
আকাশে মেঘের ভেলা, হৃদয়ে সুখের মেলা,
এক আকাশে চোখ রেখে মুগ্ধতায় যায় বেলা।
শরত চলে যায়, আকাশে দিয়ে যায় বিবর্ণ রঙ ছোঁয়া,
হেমন্তের আকাশে যেন রয় বিষণ্ণতা রোয়া;
প্রকৃতি মলিন, মরে যায় ঘাস লতা,
আর শরতের বুকে থেকে যায় কত সুখ কথা।
তীব্র উষ্ণতা উপেক্ষায় মানুষ শরত তুলে নেয় বুকে,
কাশের বনে দলবেঁধে সুখ কুঁড়ায় কত যে সুখে,
ক্লিকে ক্লিকে শুদ্ধতা তুলে, বন্দি করে শরত... চোখের আয়নায়,
শরত মানেই সুখে হারিয়ে যাওয়া অজানায়।
শরত চলে যায় নিরিবিলি, রেখে যায় মলিনতা ,
হেমন্ত আর শীত প্রকৃতিতে কী এক শূন্যতা,
শরত যায় সাথে নিয়ে যায় তীব্র রোদের আস্ফালন,
হেমন্তের হিম হাওয়া আহা দেহে কেবল আরাম লালন।
(৩০-০৯-২০২১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


