রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী আর লিখে রাখা যায় কম্পিউটারের হার্ড ডিস্কে,
জীবনের মোড়ে মোড়ে কত ঘটনা, কত রটনার জন্ম,
সব কী আর সেভ হয়ে থাকে, কারাবদ্ধ আসামীর মতো,
কত কাহিনী এখনো চোখের আয়নায় খায় ঘুরপাক।
স্মৃতিরা কেবল বেঁচে থাকে,থাকুক অনন্তকাল,
যদি স্মৃতির তারের না হয় ক্ষয়,
কিছু ভুলে যাওয়া স্মৃতি যদি ফিরে আসতো আবার,
নিয়ে যেত আমায় ভাবনার ওপারে,
জীবন গুছিয়ে দিয়ে আসতাম,
কিছুই গুছানো সম্ভব হলো না আর।
কত স্বপ্ন ধরা দিয়েছিলো ঘুমঘোরে,
স্বপ্ন ভাঙ্গা ঘুম, জেগেই খুশিতে চনমনে মন,
কিছু স্বপ্ন যদি শেষ না হতো, ঘুম যদি না ভাঙ্গতো
এমন মনে হয়, স্বপ্নগুলো ছুঁতে না পেরে।
জীবন হতে থাকে ক্রমশঃ কুয়াশাচ্ছন্ন
কমতে থাকে শরীরের বল,
মনের বল ধরে রাখা অবান্তর
ক্ষয়ে যাক জীবন, জীবনের মতই
এ ভাবনাও কুরে খায় বুক কখনো।
অযত্ন এসে যায়, বয়সের ভারে নুয়ে পড়া জীবনে
টর্চলাইট জ্বালিয়েও, সুখের দেখা যায় না পাওয়া,
গাড়ীর এক বিন্দু তার ছিঁড়ে গেলে যেমন আর চলে না গাড়ী
তেমনি এই শরীর, এই মন,
এতটুকুন রোগের হামলা জীবনের গতি দেয় থামিয়ে।
জীবন দেখি জীবনের মতই,
পেন্ডুলামের সুর বাজুক হৃদয় তারে,
যাক বেলা বয়ে, যাক সময় ক্ষয়ে, একদিন আমিও
উঠে যাবো বেলাশেষের রথে নিদ্বির্ধায়।
©কাজী ফাতেমা ছবি
০৪/১১/২০২৪