
চব্বিশ হলো স্মৃতির আয়নায় জমা এক সুখচ্ছবি;
চব্বিশ হলো নতুন আলোর উদিত এক উজ্জ্বল রবি।
চব্বিশ হলো নতুনরূপে দেশ ফিরে পাওয়ার আনন্দ;
চব্বিশ আমার, আমাদের ন্যায়ের পথে চলার নতুন ছন্দ।
চব্বিশ এক গণ অভ্যুত্থানের বিরল ঘটনা,
চব্বিশ জুড়ে আফসোসদের অযথা কত কিছু রটনা।
চব্বিশ আমার প্রিয় হয়ে থাকবে চিরকাল;
চব্বিশ দিয়েছে আমাদের এক অদ্ভুত নতুন সকাল।
চব্বিশের জুলাই, কত মায়ের বুক ফাটা কান্না, কত বোন হারিয়েছে ভাই
চব্বিশে কত মেধাবী হারিয়েছে অঙ্গ, তার সীমা নাই;
চব্বিশ শিখিয়েছে একতা, বেজেছে ঐকতান
চব্বিশেই বেজেছিল বিজয়ের কলতান।
চব্বিশ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ ছাড় দেন, দেন না ছেড়ে
চব্বিশের এক হায়েনা নিয়েছিল শত মানুষের জান কেড়ে;
চব্বিশ তাকে করেনি ক্ষমা,
চব্বিশ নিয়েছিল প্রতিশোধ, টেনে নিয়েছিল কাছে তারে ঘৃণার নর্দমা।
চব্বিশ নিয়ে গেল ভোট চুরির কারিগর
চব্বিশের চার আগস্ট দেশের মানুষ ছিল উজাগর;
চব্বিশের পাঁচ আগস্ট ঘটবে কী! অপেক্ষার হয়েছিল অবসান;
চব্বিশ অমর হয়ে থাকবে, চব্বিশেই হয়েছিল স্বৈরাচারীর পর্যবসান।
চব্বিশ এলো এ কোন নতুন বার্তা নিয়ে, জানতেও পারিনি
চব্বিশে কী ঘটবে কেউ স্বপ্নেও ভাবিনি,
চব্বিশের পাঁচ আগস্ট, দুপুরবেলা যখন, দেখি তার পলায়ন দৃশ্য,
চব্বিশের বিকেলে স্বৈরাচারের পালানোর দৃশ্য, আহা জেনে গেল বিশ্ব।
#জঠিল ভাইয়া নতুন লিখা দিছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

