
সময়ের পিঠে যে অলীক ডানা, তাই দেখি না তারে উড়তে,
সে অস্পৃশ্য, কখন আমায় ছেড়ে পালায়, করতে পারি না অনুভব,
সময় অদৃশ্য, বন্ধ চোখ খুললেই দেখি নাই নাই, সে নাই,
ধরতে গিয়েও হোঁচট খাই, ছুঁতে গেলেও পারি না তারে ধরতে।
আহা সময়! আমার সু-ক্ষণ গুলো অতীত করে দিলো,
অতীত ডহরে আমার প্রজাপতি ক্ষণ, দোয়েল প্রহর,
কোকিলের গান, ডানা মেলা পাখির স্বাধীনতা আর
আমার ফড়িং দিনগুলো।
সময়ের কী লেজ আছে! ধরতে চাই নির্দ্বিধায়
যেন সময় আমায় ছেড়ে পালাতে আর না পারে,
আমার বর্তমান সে যে অতীত করে দেয়,
ভবিষ্যৎ জানি না বলেই বুকের খাঁচায় শঙ্কার খোঁচা।
সময় আমায় অগোছালো বানিয়ে পালায় কোন সে দূর দেশে,
যেতে চাই তার সাথে অচেনা পুরী সেই,
যেখানে সময় থমকে দাঁড়ায়, হারিয়ে ফেলে পথ,
বর্তমান হয়ে থাকে বর্তমান।
সময়ের হাত ধরে চলে গেছি বহুদূর,
মন উঠোনে জ্বলছে বিষাদের রোদ্দুর,
যেখানে সময় আমায় দিয়েছিল ফুলেল প্রহর, শিশিরের স্নিগ্ধতা,
আর দিয়েছিল স্বচ্ছ পুকুরে সাঁতার কাটতে।
আজ এখানে সময় আমায় উপহার দিয়ে যাচ্ছে যন্ত্র আর যন্ত্রণা,
নিয়ে যায় চোখের আলো, দেহের জোর, সাহস, কালো চুল
আর নিয়ে যায় দেহের নরম চামড়া,
আমি কী এসব চেয়েছি সময়ের কাছে হাত পেতে।
নিয়মের বুকে পা রেখে হেঁটে যাই অন্ধকার ঘরের খোঁজে,
কে কখন কোথায় এই মাটি হতে হয়ে যাই উধাও জানি না কেউ,
বুক ভরা দীর্ঘশ্বাস, কী কুঁড়াচ্ছি তবে?
কী নিয়ে যাবো সময়ের পিছনে ছুটে, যেখানে থাকবো অনন্তকাল!
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



