
পোস্ট দিছি ২২/১২/২১
©কাজী ফাতেমা ছবি
কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার পাঠ।
হয়তো এখনও আমাদের শরীরে অহমের জোর আছে
আছে পায়ে পায়ে একা চলার শক্তি,
সে শক্তি যেদিন হবে নিঃশেষ,
মনে হয় ঠিক তখনই আমরা প্রেমে পড়ে যাবো।
এখন হাওয়া লাগিয়ে গায়ে, একা পার করে দিতে পারি অজস্র ক্ষণ,
প্রেমের কী প্রয়োজন অথবা ভালোবাসারও নেই দরকার,
এখন হাসি ঠাট্টাতে মশগুল হতে পারি আড্ডাতে, চায়ের আসরে;
একদিন সব আসর ধূসর হবে আর আমরা হাত ধরে বসে থাকবো একা।
ঘরকুনো আমরা প্রেমে না পড়েই বা কী হবে,
কোথাও যাওয়ার আর থাকবে না স্থান, দেবে না আর কেউ সময়,
ঠিক তখনই আমরা প্রেমে পড়বো, শুনাবো অতীতের সুখ সুর ঝংকার;
প্রেমে পড়তে বাধ্য তখন আমরা।
এই যে বর্তমান, যাচ্ছে নিরামিষ, নেই মনে একফোঁটা প্রেম
নেই ভালোবাসার ছোঁয়া, যে যার মত হেঁটে যাই উল্টো পথে,
ধৈর্যের বুকে পা রেখেই আমাদের বর্তমান ফুরোবে
ভবিষ্যতের সিঁড়িতে পা রেখে আমরা খুঁজবো নতুন জীবন,
আমাদের মনে প্রেম মেলবে ডানা।
তখন কী আর রোমাঞ্চ জাগবে মনে?
নাকি হাত ছুঁয়ে দিলেই প্রেমের শিহরণ জেগে উঠবে শরীরে,
ফুরিয়ে গেলে সব, আসে না আর ফিরে, প্রেমে পড়বোই বটে
তবে সে প্রেম বড্ড শুকনো,
হাতে নিলেই শুকনো পাতার মত;
হুড়মুড় করে বেজে উঠবে হঠাৎ বিদায়ের ধ্বনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



