
মৃত্যু ভুলে গিয়ে দুনিয়ার মোহ সুখে হই পাগল,
আনন্দ হইচই, জীবনজুড়ে কতই না উল্লাস
সহসা আনন্দে হই যখন বিভোর
খবর আসে আত্মীয় নেই আর
নিমেষেই ভাঙ্গে দুনিয়ার মোহ ঘোর।
চোখের সম্মুখে ভেসে ওঠে সেই সেই দিনের ছবি
স্বজনদের সাথে কাটানো সময়
হাসি ঠাট্টা অথবা কিছু গল্পের প্রহর,
মন মুহূর্তেই বিমর্ষ...
বুকের চারিপাশে চিনচিন ব্যথার লহর।
মৃত্যু চলে আসে না বলে, না কয়ে,
ভাবি আচ্ছা দেখা তো হবেই
একসময় বসবো গিয়ে কাছে, নেব রোগির খোঁজ,
এই ভাবনাই ব্যস, হয় না আর যাওয়া,
এমনই হয় প্রায়, হয় যেন রোজ।
নিজেকে অমর ভাবি, মনের কাছে প্রশ্ন?
ক্ষণকালের মোহ আহা মন যেন আগুনে গলা মোম
মৃত্যুর খবরে কিছুদিন মনে রাখি শোক,
ভুলে যাই ফের সব;
আবারও মন ছোঁয় দুনিয়ার সুখ।
রোজ মাইকে সুর ওঠে মৃত্যুর খবর
শুনে কিছুক্ষণ থমকে দাঁড়াই
ছাড়ি বড় এক দীর্ঘশ্বাস;
কার জানি বুক হল খালি
কার জানি হল কান্নার বুকে বসবাস!
মৃত্যু সে আসবেই, তবুও ভাবনায় কেন দুনিয়ার ঘোর
রবকে ভুলি, ইবাদতে আলসেমি
কোরআনের আয়াতে রাখি না চোখ,
মৃত্যুর সংবাদে প্রচন্ড ভয় মনে
কখন জানি মৃত্যুদূত এসে দাঁড়ান সম্মুখ।
©কাজী ফাতেমা ছবি
০২-০২-২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


