
ব্যবধান সে থেকে যায়, না থাকলে আন্তরিকতা;
বুঝা যায় মনোভাব, মুখে মধু
অন্তরে যে কী, কে জানে!
কাছের মানুষগুলো
এমন করেই রয়ে যায় দূর।
কেউ কেউ দূরে থেকেও কেমন যেন
মন ছুঁয়ে রয়ে যায়
কিছু হাসির মাঝে থেকে যায় অচেনা আভাস
কিছু হাসিতে থাকে মুগ্ধতার রেশ।
কিছু মানুষের মাঝে বসবাস করলেও
যায় না বুঝা মন
মানুষের মন চেনা বড় দায়
মানুষ বাস করে এখানে
মন যে তার তখন কোনখানে।
এক সঙ্গে বাস করেও যায় না পাওয়া মন
দুরত্ব মনের বহুদূর,
দুরত্বের সাঁকোতে সে হয় না আর উঠা।
পিছুটান থাকে বলেই মানুষ - চেনা মানুষের মাঝে
অচেনা হয়েই রয়ে যায় চিরকাল।
মন কী চায়, কী চায় না
কে আর রাখে মনের খোঁজ
সম্পর্ক আপন হয়ে গেলেই.....
বেড়ে যায় মনের অযত্ন,
ছেড়ে যাবে না পাশেই তো আছে, তার কীসের যত্ন
এমন করেই মানুষের মাঝে বাড়ে অযুত নিযুত দুরত্ব।
মানুষ যৌবনের ক্ষমতায় আপনজনদের তুচ্ছতাচ্ছিল্যতায় রাখে
বুড়ো বয়সে সেই আবার খুঁজে আশ্রয়
শক্তি ভেঙ্গে গেলে মানুষের মন হয়ে যায় পাঁপড়
সামান্য আঘাতে দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে নিমেষেই।
===================================
©কাজী ফাতেমা ছবি
২৩/০১/২৪
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




