বৃত্তের মাঝে হাটতে হাটতে ক্লান্ত সে। রং ও শব্দ যা সে সব সময় চেষ্টা করে পেছনে ফেলে আসতে - খন্ড খন্ড সৃতি, যা সে ভুলে যেতে চায় - তবু তার মনের মাঝে আরেক স্রোত ভাবিয়ে তোলে তাকে - সে কি এগুলো কে খন্ডিতো সত্য হিসেবেই রাখবে? নাকি পুরোপুরি জানার চেষ্টা করবে?
কোনটি সঠিক?
"মূর্খতা একই কয়েন এর দুটি সাইড" একবার বলেছিলো সে নিজেকে। তবু এখোন কোন দিকে তাকাবে সে জানেনা, কারন সে উকি দিয়ে ফেলেছে।
বৃত্তের মাঝে সে ঘুরতে ঘুরতে ক্লান্ত, ক্লান্ত সে একই জায়গায় বার বার এসে ফিরে যাওয়ায়, ক্লান্ত সে একই পটভুমি তে বার বার ফিরে আসায়। তবু সে নতুন বৃত্তের কাছে যাবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে নতুন রং, নতুন সুরের।
সে কেবল স্বপ্নই দেখে যায়।
একবার সে ভেবেছিলো - আসলেই কি নতুন বৃত্তের সন্ধানে যাবে সে? নতুন বৃত্ত, নতুন রং, নতুন প্রয়োজন। নতুন মুখ, নতুন সুর ....... নতুন সবকিছু। হবে কি?
সে কেবল হাটতো, কখনো ক্লান্ত, তবু স্বপি্নল - তবু সে প্রায় সময়ই হাটতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



