ক্লোজ আপ ওয়ানঃ এখন কি করছেন?
জান্নাতঃ এখন সংগীত নিয়ে পড়াশোনা করছি।
ক্লোজ আপ ওয়ানঃ এখানে কেমন লাগছে?
জান্নাতঃ প্রথমত আমি এতদুর আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। যে ব্যাপারটা সবচেয়ে ভাল লাগে তা হল এখানে সবাই অনেক আন্তরিক।
ক্লোজ আপ ওয়ানঃ গান কোথা হতে শিখা হয়েছে?
জান্নাতঃ আমি শিখেছি রাজশাহীর নাটোর জেলা বাংলাদেশ শিশু একাডেমীতে স্রদ্দেয় স্নিগ্ধা রায়ের কাছ থেকে।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান” আপনাকে শিল্পী হিসেবে গড়ে তুলতে কতটুকু সাহায্য করেছে?
জান্নাতঃ প্রথমত, “ক্লোজ আপ ওয়ান” আপনাকে অনেক বড় একটা প্লাটফর্ম দিচ্ছে। আর আরেকটি বিষয় হল আমি এখানে অনেক কিছু শিখতে পারছি। এজন্য “ক্লোজ আপ ওয়ান” আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ক্লোজ আপ ওয়ানঃ বিচারকদের মধ্যে কাকে ভাল লাগে?
জান্নাতঃ সবাইকে ভাল লাগে। ৩ জনই জীবন্ত কিংবদন্তি। ওনাদের ব্যাপারে কোন কিছু বলতে চাই না।
ক্লোজ আপ ওয়ানঃ “ক্লোজ আপ ওয়ান-২০১২” এর দর্শকদের জন্য কি বলবেন?
জান্নাতঃ আমি তাদের অনুরোধ করবো যে, তারা যেন ক্লোজ আপ ওয়ান নিয়মিত দেখে এবং যার গান ভাল লাগবে তাকে যেন ভোট দিয়ে ভালবাসায় সিক্ত করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



