হুমায়ূন আহমেদ, স্যার এর জন্য কখনো লিখতে পারব কি না জানি না।আসলে স্যার এর মত মানুষ এর জন্য লিখার যোগ্যতা হয়ত আমার এখনো হয়নি। যাই লিখি না কেন তা যেন অসম্পূর্ণই থেকে যাবে।হাজার বছর ধরে লিখলেও স্যার এর জন্য তা কমই মনে হবে আমার কাছে।
স্যার,আপনি চলে গেলেন সুদুর না ফেরার দেশে।কিন্তু আপনি আমাদের মত মানুষদের দিয়েছেন বেঁচে থাকার মুল মন্ত্র।শিখিয়েছেন জীবনকে নতুন ভাবে দেখতে। দৃষ্টিভঙ্গি পালতেছেন সবার।জীবনকে এক অপরুপ দৃষ্টি দিয়ে দেখার সুযোগ করে দিয়েছেন।বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছেন।
আর হয়ত কোন দিন মিসির আলির রহসসের সমাধান নিয়ে চিন্তা করব না,হয়ত কোন দিন হিমুর জন্য রুপার অপেক্ষার প্রহর ও গুনতে হবে না, সুরাইয়ার অপেক্ষার দিন কি শেষ হবে কি না তাও হয়ত জানা হবে না,শুভ্র কি নতুন করে এই সুন্দর পৃথিবীকে দেখবে……হয়ত,হয়তবা না।
স্যার আপনি চলে গিয়েছেন,কিন্তু সহস্র মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন।মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবনকে সুন্দর করে সাজাতে হয়।মানুষকে আশাবাদী হতে শিখিয়েছেন।
“যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায়”,স্যার,আপনি বেঁচে থাকবেন হাজার মানুষের হৃদয়ে। যাদের আপনি বেঁচে থাকার মুল-মন্ত্র শিখিয়েছেন।এত অনুপ্রেরণা হয়ত কেউ কোন দিন দিতে পারবে না যা আপনি দিয়েছেন। যেখানেই থাকুন না কেন সির,আপনার জন্য দোয়া থাকবে আজীবন।
সব শেষে বিদায় বেলায় আপনাকে অজস্র সাদা গোলাপ এর শুভেচ্ছা
--সাইকেল আরোহী
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



