একজন মানুষ খারাপ কাজ করল যেমন, কাউকে হত্যা করল, চুরি করল, মানুষকে কষ্ট দিল, মানুষের অধিকার জোর করে কেড়ে নিল, রেপ করল এবং একদিন মরে গেল! দুনিয়াতে তার কোন বিচারই হল না, নাস্তিক থিওরী অনুযায়ী সে দুনিয়াটাকে উপভোগ করেছে! কারণ, যেহেতু সে মরে গেল তাই সে মুক্তি পেল, তার কোন বিচারই হল না! আর যাদের সে অত্যাচার করল, ক্ষতি করল তারা শুধু চোখের পানি ফেলবে, দুঃখ পাবে যে পর্যন্ত বেচেঁ থাকবে, তারপর মরে যাবে আর তার সকল দুঃখের অবসান হবে। কোন বিচার নেই, কোন জবাবদিহিতা নেই। কর যা খুশি, কে আছে বাধা দেওয়ার। বাহ! কি সুন্দর যুক্তি!
একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করল আর তাঁর নির্দেশ অনুযায়ী নিঃস্বার্থভাবে ভাল কাজ করল যেমন, মানুষের উপকার করল, কাউকে তার নায্য অধিকার থেকে বঞ্চিত করল না, ঘুষ খেল না, সৎভাবে জীবন যাপন করল, মানুষের মুখে হাঁসি ফুটালো তারপর একদিন মরে গেল। সে তার ভাল কাজের জন্য কোন প্রতিদানই পাবে না। কারণ, নাস্তিক থিওরী অনুযায়ী পরকাল বলে কিছু নেই!
পরকাল যদি নাই থাকে তাহলে এই ভাল কাজ আর খারাপ কাজ করার মধ্যে পার্থক্য কি? আমাকে যদি কারো কাছে কৃতকর্মের জন্য জবাবদিহী নাই করতে হয় তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? পরকাল বলে যদি কিছূ নাই থাকে, তাহলে ভাল কাজ করলেই কি আর অপরাধ করলেই কি? নাহ কিছুই যায় আসে না! কারণ, আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে, কারো কাছে পাপ-পূণ্যের হিসাব দিতে হবে না। বাহ, আমরা কত স্বাধীন!
এইটাই কি জীবন? খাও, দাও আর ফূর্তি কর, দুনিয়াটা মস্ত বড়! এই জীবনের মূল্য কি? কারণ, যেখানে খারাপ কাজের কোন অপরাধবোধ থাকবে না যেহেতু পরকাল নেই; কাউকে মারলাম, অন্যায়ভাবে তার সম্পদ কেড়ে, নিলাম আর বললাম আহ কি শান্তি! বল্গাহীন স্বাধীন জীবন।
আপনারা এই থিওরীতে সত্যিই বিশ্বাস করেন! সত্যিই কি এইটা যুক্তিযুক্ত? নিজের একদম ভিতর থেকে নিজেকে প্রশ্ন করুন তো।
উদ্ভট, গালাগাল, অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য মূলক মন্তব্য না করার জন্য অনুরোধ রইল। সবাই ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




