ইংরেজী উৎসবের সাথে যারা জড়িত ছিলেন এবং যাদের শুভ কামনা সবসময় আমাদের সাথে ছিল তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ জানাই জ্বীনবিজ্ঞানী ড: আবেদ চৌধুরী এবং মুনির হাসান কে যাদের অনুপ্রেরনা সবসময় আমাদের যেকোন কাজের ক্ষেত্রে টনিক হিসাবে কাজ করে। গনিত উৎসবের অভিজ্ঞতাকে পুজি করে অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল করতে পেরেছি। আমাদের সকল ভুলভ্রান্তির জন্য আমরা খুবই লজ্জিত সাথে দু:খিতও বটে। আশা করি আমাদের ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন। ঢাকা থেকে যেসব অতিথি এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনাদের স্বতস্ফুর্ত সহায়তার মাধ্যমে আমরা আমাদের আয়োজনটিকে আরো সফলমন্ডিত করে তোলোর চেষ্টা করেছি। অনেকে পিছনে থেকে আমাদের যে সহায়তাটুকু করেছেন এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এদের মাঝে কিছু নাম মনে হয় না বললে তাদের সাথে একটু অন্যায় হয়ে যায়। ধন্যবাদ জানাই সৌরভ, জুনায়েদ, রাজেক, রুবেল, তমাল, তন্ময়, শশী,বাবু এবং মিন্টু কে যাদেরকে দিয়ে করিয়েছি অমানবিক পরিশ্রম। সেইসাথে ধন্যবাদ জানাই শামসুল হক মিন্টু ভাই, জদিদ সাহেব ও মুজিব ভাইকে। তবে ১৫ তারিখ রাতে পরিশ্রম অনেক হলেও কিন্তু মজার কমতি ছিল না । শুধু মাত্র একটার কমতি ছিল তা হল সেই রাতে আমরা কাউকে টাইগার খাওয়াতে পারি নাই! কথা দিলাম সবাইকে টাইগার খাওয়ানো হবে। ইয়াসমিন ম্যাডামের সঙ্গ ছিল আমাদের বাড়তি পাওনা। জাফর ইকবাল স্যারের না একটু পরে নিলাম বাড়তি একটা সাহসের জন্য। আগে তো বসের(ইয়াসমিন ম্যাডামের) নাম নিয়েছি সেজন্য :-)। বইয়ের জন্য জাফর স্যারকে জানাই অশেষ ধন্যবাদ।
মহান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক এটাই কামনা-
ফেরদৌস ইবনে কাদের (বাপ্পী)
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



