বাংলাদেশের অনেকে তরুন ইদানীং ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং কাজের সঙ্গে যুক্ত। গত ১৯ জুন থেকে ৫দিন ব্যাপী একটি কোর্সের আয়োজন করা হয়েছিল। অনেকের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিড্ওিএসএন)-এর উদ্যোগে আগামী ১০ জুলাই থেকে এবিষয়ে ৫দিনের এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ প্রতিদিন চার ঘন্টা করে মোট ৫দিন অনুষ্ঠিত হবে। সকাল ও বিকালের দু্ই ব্যাচে সীমিত আসনে প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। প...্রশিক্ষণে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল এডসেন্স ও এফিলিয়েটিং মার্কেটিং, লিঙ্ক ইন্ডেক্সিং, সোশাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং ইত্যাদি সম্পর্কে ধারণা এবং কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া বিভিন্ন মার্কেট প্লেসে এতদসংক্রান্ত কাজ, কাজ পাওয়ার পদ্ধতি, বিডিং এবং পেমেন্ট সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের ডেটা এন্ট্রি প্রকল্পে কাজের ধারণা দেওয়া হবে। বেসিস কতৃক সেরা ফ্রীল্যান্সার হিসেবে নির্বাচিত আলামিন চৌধুরী প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষনের জন্য রেজিস্ট্রেশন ফী ২০০০ (দুই হাজার টাকা)। রেজিস্ট্রেশনের জন্য আয়ুব সরকার (01191385551) এর সঙ্গে যোগাযোগ করা যাবে।
কারা করলে ভাল : এটি একটি প্রাথমিক কোর্স। যারা এরই মধ্যে বিড করতে অভ্যস্ত হয়েছেন তাদের জন্য এ কোর্স নয়। যারা এরই মধ্যে কিছু পড়াশোনা করেছেন, ইংরেজী মোটামুটি বুঝতে পারেন, ইন্টারনেট, ইমেইলে অভ্যস্ত তারা এই কোর্স থেকে লাভবান হতে পারবে। আশা করা যায়, কোর্স শেষে এসইও ও ডেটাএন্ট্রির কাজ সম্পর্কে ধারণা হবে। তবে, যারা মনে করছেন, এই কোর্স করলেই ফ্রীল্যান্স করে কাড়ি কাড়ি টাকা কামানো যাবে তাদের এই কোর্সে অংশ নেওয়ার প্রয়োজন নেই। কারণ, এই কোর্সটি যারা আগামীতে নিজেরা আরো কস্ট করতে আগ্রহী কেবল তাদেরকেই সহায়তা করবে।
দিনব্যাপী কোর্স আউটলাইন
দিন-১ : সার্চ ইঞ্জিন ও এর অপটিমাইজেশন সম্পর্কে ধারণা লাভ -সার্চ ইঞ্জিন ও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, E-Commerce, Google Adsense and Affiliate Marketing, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের গুরুত্তপূর্ণ ফ্যাক্টর, কী-ওয়ার্ড ও তার গুরুত্ব, ওয়েবসাইট বা লিঙ্ক ইন্ডেক্সিং, বিভিন্ন (SEO) টুলবার পরিচিতি ও ব্যবহার ।
দিন-২: মার্কেটপ্লেস ও কাজের সন্ধান - ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ক্লায়েন্ট/বায়ার মেনেজমেন্ট সিস্টেম ও বিডিং প্রক্রিয়া, প্রোফাইল তৈরি, মার্কেটপ্লেসগুলোতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের প্রোজেক্ট নিয়ে আলোচনা, পেমেন্ট অপশনের বিস্তারিত আলোচনা, একটি ওয়ার্ক পোর্টফোলিও সংক্রান্ত ব্লগ বা সাইট তৈরী।
দিন-৩ ফোরাম পোস্টিং এবং সোশাল বুকমার্কিং- ফোরাম পোস্টিং এবং সোশাল বুকমার্কিং নিয়ে বিস্তারিত। ১০০টা সোশাল বুকমার্কিং সাইটের লিস্ট এবং ১০০টা ভাল মানের ফোরাম সাইটের লিস্ট । ফোরাম পোস্টিং এবং সোশাল বুকমার্কিং কাজ করার পর ক্লায়েন্ট রিপোর্টিং
দিন-৪ মূল্যায়ন:একটি MCQ Test (Online – CBT) হবে। ১ম,২য় ও ৩য় দিনের সবধরনের আলাপ-আলোচনা মিলিয়ে তার উপর পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে যারা ৬০% বা এর উপর নম্বর পাবেন শুধু তারাই পাস বলে বিবেচিত হবেন।
দিন-৫ ডাটা এন্ট্রি:ডাটা এন্ট্রি কাজের ধারণা ও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



