দেশে দেশে ভালবাসার ‘‘ বুলি”-১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভালবেসে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্য তাজতমহল বানিয়েছিলেন। সবাই তাজমহল বানাতে না পারলেও নিজেদের ভালবাসা প্রকাশের ক্ষেত্রে বেছে নেন অনেক মাধ্যম। তবে ভালবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম হলো প্রিয়জনকে প্রিয় নামে ডাকা । ফ্রান্সের সাবেক ফাস্টলেডি কার্লা ব্রুনি তার স্বামী নিকোলাস সারকোজিকে ডাকেন ‘ চৌ চৌ’ বলে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামামেরনের স্ত্রী সান্তা ‘আই লাভ ইউ,বেব’ বলেই স্বামীর প্রতি ভালবাসার বহি:প্রকাশ ঘটান। আর স্বামীকে আলিঙ্গন করে তোলা মার্কিন ফাস্টলেডি মিশেলের ছবি তো টুইটার মাত করে দিয়েছে। ওই ছবিটি সর্বোচ্চ সংখ্যক রি-টুইট করা হয়েছে । ভালবাসার সম্বোধনের প্রচলিত উদাহরণ হলো বেবি অ্যান্জেল কিংবা সুইট হার্ট। তবে ভালবাসার ভাষা সার্বজনীন হলেও এর সম্বোধন কিন্তু দেশভেদে ভিন্ন হতে পারে । বিভিন্ন দেশে আদর করে তার প্রিয় মানুষটিকে কি নামে ডাকে আসুন তা জেনে নেই।
পেটিট চৌ বা (ছোট বাঁধাকপি)ঃ না না চোখ কপালে তুলবেন না । ফ্রান্সের মানুষ কিন্তু এই পেটিট চৌ বা ছোট বাঁধাকপি নামেই ডাকে তাদের প্রিয় মানুষটিকে। ফ্রান্সের মানুষের কাছে চৌ বা বাঁধাকপি মানে ‘ সুইট হার্ট’।
চুচুজিনহু বা (কুমড়ো)ঃ আমাদের দেশে ভালবেসে কাউকে কুমড়ো ডাকলে তিনি নিশ্চয়ই আপনাকে মারতে আসবেন। কিন্তু ব্রাজিল কিংবা পর্তুগালে কুমড়ো হল ভালবাসার মধুর সম্বোধন। তাই সেখানে যদি আপনি কাউকে চুচুজিনহু বা কুমড়ো বলে ডাকেন সে খুশিই হবে ।
তামাগো গাটা নো কাও বা ( ডিম চোখা)ঃ জাপানের মেয়েদের এ নামেই ডাকে তাদের ভালবাসার মানুষ । এটা সে দেশের মেয়েদের জন্য খুবই প্রশংসাসূচক সম্বোধন । জাপানে ডিমের আকৃতির মুখকে খুবই আকর্ষনীয় বলে মনে করা হয় । তাই জাপানী তরুনরা তাদের প্রিয়তমার দিকে তাকিয়ে বলে উঠে, তামাগো গাটা নো কাও বা ডিম চোখা ।
তেরন ডে অ্যাজুকার বা ( চিনির টুকরো) ঃ স্পেনে তেরন ডে অ্যাজুকার সম্বোধনটি আসলে ইংরেজি হানির অনুরুপ । স্প্যানিশ ভাষায় তেরন ডে অ্যাজুকার মানে হল চিনির ঠুকরো। বস্তুত মিষ্টি জাতীয় খাবারের নামে প্রিয়জনকে ডাকা অনেক দেশেই জনপ্রিয়।
বুয়াহ হাতিকু বা (হৃদয়ের ফল)ঃ ইন্দোনেশিয়ার প্রেমের কবিতা ও গানে আমার হৃদয়ের ফল বা বুয়াহ হাতিকু কথাটি বহুল ব্যবহৃত । তবে বর্তমানে দেশটিতে ছোট বাচ্চাদের আদর করে এ সম্বোধন করা হয় ।মা পুচি বা (আমার মাচি )ঃমাছি এ সম্বোধন শুনে অনেকেই ভুরু কুচকাতে পারেন। কিন্তু এটা ফ্রান্সের প্রিয় মানুষকে ভালবেসে ডাকার মধুর শব্দ।
বাচ্চা হাতি ঃ বাংলাদেশে কাউকে বাচ্চা হাতি বললে তিনি মনে করবেন তাকে মোটা বলে অপমান করা হচ্ছে। কিন্তু থাইল্যান্ডে গেলে আপনি দেখতে পাবেন মুদ্রার অপর পিঠ। ‘ শ্বেত হস্তীর’ দেশ থাইল্যান্ডে হাতী খুবই জনপ্রিয় প্রানী। দেশটিতে হাতিকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক । তাই থাইল্যান্ডে ছোটবড় সবাইকে আদর করে ‘ছোট হাতি’ডাকা হয় ।
ডুবন্ত মাছ , পড়ন্ত হাঁস ঃ চীনে প্রচরিত রূপকথা থেকে এ সম্বোধনের উৎপত্তি। কথিত আছে এক চীনা রাজকুমারী এত সুন্দরী ছিরেন যে , সে যখন পুকুরের কোন মাছের দিকে তাকাত , মাছ সাঁতার কাটতে ভুলে যেত । এভাবে মাছটি একসময় ডুবে যেত। চীনে এমন আরেক সুন্দরী নারী ছিলেন , যাকে দেখে হাঁস ডানা ঝাপটাতে ভুলে গিয়ে এসময় মাটিতে পড়ে যেত । এ দুটি কাহিনী থেকেই চীনে‘ ডুবন্ত মাছ , পড়ন্ত হাঁস’ কথাটি এসেছে । তাই বর্তমানে কোনো চাইনিজ তরুণ যদি কোনো তরুণীর প্রেমে পড়ে, তাহলে সে প্রেমিকায় প্রশংসায় শুধু এ চারটি শব্দই বলে ।
ক্ষুদে পায়রা ঃ রাশিয়ার বিখ্যাত কবি পুসকিন তার একটি বিখ্যাত কবিতায় তার ন্যানিকে ক্ষুদে পায়রা বলে অভিহিত করে ছিলেন। পুসকিন যখন ছোট ছিলেন তখন ওই ণ্যানিও তাকে ক্ষুদে পায়রা ডাকতেন। ভালবাসার মধুর এ সম্বোধনটি রাশিয়ায় এখন বেশ জনপ্রিয় । ( যুগান্তর, গুগল নউজ)
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।