মরে গেছি নাকি জীবিত আছি?
কফিন বুকে নিয়ে, নিতে গিয়ে নিঃশ্বাস দেখি,
গতকালও জীবিত ছিলাম,
আশ্বর্য্য! ভাবে পৃথিবীর উদরে, সবই ঠিক আছে,
মাথার স্ক্রু গুলো ঠিক ছিল কি না বলা দায়,
তবে চিন্তা করেছি ঠিক উল্টাপাল্টা সিক্স-নাইনের মত।
লোভে পড়েছি, তাই অহর্নিশি দিবাস্বপ্ন আমাকে
নক্ষত্র বানিয়েছে জীবনের গতিপথে,
এ-কেমন ভালোবাসা?
কাব্য পঙ্কতির মত বিচ্ছিন্ন স্বপ্ন নিয়ে জিইয়ে থাকা,
সেই জন জানে, যার গত রাত নির্ঘুম কেটেছে,
অনাহুত অতিথির মত পৃথিবীর সংসারে।
অকাল বৈরাগ্যের ভালোবাসা বেশী টানে,
ভালোবাসা আর ভালোলাগে না,
সংসার সাগরে.....................
মনের অজান্তে গান গেয়ে উঠি আচানক,
" কে যাস রে ভাটি গাঙ বাইয়া"
আর নিজের মত করে----
জীবন মানে শ্রাদ্ধ্ বিহীন অন্ত্যোষ্টিক্রিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



