বিলাস: মনের বাগিচায় উচ্ছ্বল মাধবীলতা,
স্বপ্নের সাথে আড়ি দিয়ে; প্রাচীর পেরুনো অজানা পরশ,
রাতের বুকে নমিতার প্রস্থান; ছন্নছাড়া তারকারাজির বিন্যস্ত কালপুরুষ।
বিলাস: বেহুলার বীজ মন্ত্র, ঘুমহীন উধ্বশ্বাস,
সরসে-নিরসে স্পৃহার দমন, নাটাইহীন ঘুড়ির এঁকেবেঁকে যাওয়া বায়ুপথ,
বিশ্বাস আর বেঁচে থাকার লাগামহীন শপথ।
বিলাস; অমানিশার চোখে ধবল অশ্্রু,
সূর্য্যের কিরণ হয়ে ছায়াপথ মাড়ানো,
অজস্র বাকের ভেলায় অনন্তকাল ভেসে যাওয়া।
বিলাস: অবরুদ্ধ সময়ের গোপন অভিসার,
এলোমেলো হয়ে: নীড়হীন কপোত এর তৃণস্ঞার,
মনের মাঝে শৈলৎক্ষেপ ঝড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



