তোমার বিবর্তিত ভালোবাসার কাছে আমি এখন হয়তোবা কোন প্রাগৈতিহাসিক জীবাশ্ম;
তোমার নির্লিপ্ততা আর পীড়াদায়ক ভাবলোলুপতা অথবা উন্নাসিকতার কাছে আমার সমস্ত আবেগ যেন নির্বাক চলচ্চিত্র;
তোমার আংগিনায় এখন কত রোদ্দুর খেলা করে নিঃশব্দ শিশির পতনের শব্দ তুমি আর শুনতে পাবেনা;
তোমার দৃষ্টিসীমা জুড়ে থাকে এই হঠাত পাল্টে যাওয়া পুঁজিবাদী সমাজের বিলাসবহুল প্রাসাদ আর গাড়ি;
আমিতো উদাসী ঘোরলাগা এক ভবঘুরে মানুশ তোমার সাথে ওড়ানো হবেনা আর স্বপ্নের ফানুস ;
আমি তো লখিন্দর নই যদিও তুমি বেহুলা হয়ে আমাকে অযথাই করো অবহেলা;
তবে জেনে রেখো কোন একদিন আর খুঁজে পাবেনা আমাকে যেইদিন ওপারে ভাসাবো ভেলা।.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



