কবিতার বন্ধাত্ব ঘুচে যাচ্ছে ভুবনডাঙ্গার চিলের ডানায় ভর করে নেমে আসা বিষন্ন সন্ধ্যায়
স্মৃতি হাতরে একদিন আমি তোমায় ঠিকই খুজে নেবো;
যদিও আমার ভালোবাসার নৈবদ্য তোমার আজ বড্ড ক্লিশে মনে হয়
উন্নাসিকতার সুউচ্চ শিখরে দাড়িয়ে এই মৃত্যুর শহরে তুমি কেবলি জাগতিক সুখ খুজে বেড়াও;
আমি ছন্নছাড়া এক ভবঘুরে অস্তিত্ব আর অস্তিত্বহীনতার দ্বৈরথে লিপ্ত হয়ে কেবলি কালক্ষেপন করি
প্রতি পল অনুপলে আমি তোমাতে লীন হতে চাই;
অনিকেত প্রান্তরে দাড়িয়ে যদি পিছনে তাকিয়ে দেখো পৃথিবী হয়ে গেছে এক নিষ্প্রাণ বিরানভূমি
দেখে নিও ফিরে আসবো আবার এই আমি অর্ফিয়ুসের মতোই তোমাকে ভালোবাসার সুতীব্র আকাংখা নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



