মজিলা ফায়ার ফক্স এর ক্ষেত্রে:
১. প্রথমে মেনুবার থেকে Tool>Options>Privacy তে গিয়ে remove individual cookies এ ক্লিক করুণ।
২. এবার নিচের মত উইন্ডো ওপেন হবে এখানে somewhereinblog.net টাইপ করুণ এবং রেজাল্ট গুলো সিলেক্ট করে Remove Cookies বাটন এ ক্লক করে কুকি পরিষ্কার করুন।
গুগল ক্রম এর ক্ষেত্রে:
১. Customize and Control Google Chrome বাটনে ক্লিক করুণ।
২. এবার Options> Under The Hood যান এবং Content settings... বাটন এ ক্লিক করুণ।
৩. নিচের মত উইন্ডো ওপেন হলে Show cookies and other site data.. বাটনে ক্লিক করুণ।
৪. এবার একই ভাবে somewhereinblog.net টাইপ করুন। এবং Remove All বাটনে ক্লিক করুণ।
ব্যাস এইবার লগ ইন করুণ দেখবেন হয়ে গেছে।
দুটো ব্রাউজার সম্পর্কে লিখলাম। আরও যদি কোন ব্রাউজার যোগ করার দরকার হয় তাহলে জানাতে পারেন। আর CometBird ব্রাউজারে ফায়ার ফক্স এর মত করেই করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


