মানুষের জীবনে প্রথম প্রেম নানা বয়সে নান সময় নানা ভাবে আসে। তবে সময়টা মূলত ক্লাস ফাইভ, সিক্স অথবা সেভেন। আমার অধিকাংশ বন্ধুর ক্ষেত্রেও তাই হয়েছে।
যাই হক, আমার বুদ্ধি বরাবরই কম
ক্লাস এয়িটে উঠেছি, ভাবই আলাদা। বিজ্ঞান মেলা চলছে। আমি আমার মোট তিনটা প্রজেক্ট সাবমিট করেছি
প্রদর্শনীর দ্বিতীয় দিনে লম্বা, ফর্সা, সিপ-সিপে গঠনের একজন (বয়েস বলতে পারছিনা, তবে পারে জেনেছি চারু ও কারুকলা ইনিস্টিটউড থেকে নাকি তখন সবেমাত্র পাস করেছিলেন তিনি) আমার প্রজেক্ট দেখতে আসলো। প্রথম দেখায় মোচড় দিল/
উনি আমার প্রজেক্ট গুলোকে বেশ মনোযোগ সহকারে দেখলেন এবং নানা রকম প্রশ্ন করলেন। আমি কেন জানি উনার চোখের দিকে তাকাতে পারছিলাম না। দেখা শেষে যখন হেটে যাচ্ছিলেন তখন আমি উনার পেছন দিকে নিজের অজান্তে হাঁ করে তাকিয়ে ছিলাম। ফারজানা ওরফে ফয়েজ ভাই আমার দিকে না তাকিয়েই নিজে থেকেই আমাকে বলল, "আমাদের নতুন চারু ও কারুকলা ম্যাডাম। আমাদের পোশের বাড়িতে উঠেছে এখনও বিয়ে করে নি।" । এইবার আমার দিকে তাকিয়ে বলল, "কিরে ঐ ভাবে তাকিয়ে আছিস ক্যান?
আমার এত সাধের ভাইরাস কোন পুরষ্কার পেলো না। তবে হতাশ হতে হয় নাই
ম্যাডাম ক্লাসে ঢুকেই বলেন,"তোমরা মনে হয় আমাকে চেনো না। তাই পরিচয় দিয়ে নিচ্ছি আমি তোমাদের নতুন চারু ও কারুকলা ম্যাডাম। তোমাদের ওয়াং থয়োচিং স্যার অসুস্থ হওয়ায় আমাকে ক্লাস নিতে হচ্ছে। এবার তোমাদের পরিচয় দাও।"
সাবই দাড়িয়ে নিজের পরিচয় দিলামB:-)।
ম্যাডাম খুব কড়া ক্লাস নিত
কিছু দিন পর আমাদের বৃত্তি পরীক্ষার কোচিং ক্লাস শুরু হল। তাই শেষের ঘণ্টার ক্লাস বৃত্তির ছাত্র-ছাত্রীদের জন্য ছিল না। ঐ শেষের দিকের ক্লাসের মধ্যে চারু ও কারুকলা ক্লাসও ছিল। বৃত্তি পরীক্ষা বার্তি চাপে পিষ্ট হয়ে ম্যাডামকে ভুলে গেলাম। ক্লাস নাইনে উঠে ম্যাডামের সাথে আর সামান্যও কথা হয় না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


