নতুন ব্লগারদের প্রতি সামুর আচরন দেখলে সুনীলের কবিতা 'কেউ কথা রাখেনি'র কয়েকটা লাইন মনে পরে যায়.......
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !
নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে?
মডু রাও আমাকে বলেছিল....
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
খুশি হয়ে আমিও দিলাম কয়েকটা পোস্ট। এটুকু বলতে পারি কারো লেখা চুরি করিনি। কাউকে ব্যক্তিগত আক্রমনও না। একটা পোস্ট দিয়ে ২ মিনিট পর পর প্রথম পেজ দেখি।কিছুতেই কিছু হ্য় না। আমি অপাঙকেয়ই থেকে গেলাম।
আজ মডুদের বলতে ইচ্ছে করে.....আর কত ৭দিন আমাকে পর্যবেক্ষনে রাখা হবে। আমার ৭দিন ৭ মাস না হওয়া পর্যন্ত আমাকে কি ?????
কেউ কথা রাখেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


