আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত-শিবিরের রাজনৈতিক অরাজকতা বন্ধের পাশাপাশি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের ল্েয ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল হিসেবে গঠিত নতুনধারা বাংলাদেশ অদ্য ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় রেডর্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। ঢাকা দণি সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী তরুণ রাজনীতিক ও কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন শাহ, প্রজন্ম একাডেমীর সভাপতি রাজনীতিক ও কলামিস্ট কালাম ফয়েজী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগের সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, জিয়ার সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা, আওয়ামী মহিলা লীগ নেত্রী পারভীন আক্তার, লায়ন ডা. রাশেদা বেগম, শিল্পী ঘোষ, প্রমুখ। নতুনধারা বাংলাদেশ-এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডা. শাহনেওয়াজ চৌধুরী, নতুনধারা বাংলাদেশ-এর যুগ্ম আহবায়ক রওশন কবীর বিপুল, সুজন মজুমদার, সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা চন্দন চন্দ্র দাশ, তাপস চন্দ্র দাস, কামাল হোসেন, আলমগীর কবির প্রমুখ। নতুনধারা বাংলাদেশের আহবায়ক রাজনীতিক ও কলামিস্ট মোমিন মেহেদী বলেন, মহাজোট সরকারের চাপাতি বাহিনীর হাতে নির্মমভাবে মৃত্যু বরণ করেছেন আমাদের বয়সী তরুণ বিশ্বজিৎ। আমরা আর কোন বিশ্বজিৎ-আর কোন আবু বকর অথবা কামালকে আওয়ামী-বিএনপি-জামায়াতের হাতে মরতে দেখতে চাই না। আর তাই তরুণ প্রজন্ম সংগঠিত হচ্ছে।ক্রমশ এগিয়ে আসছে দেশ ও মানুষের জন্য। এমন একটি সময়ে দৃঢ় চিত্তে বলে দিতে চাই যে, নতুন প্রজন্ম মহাজোটকে যেভাবে বিপুল ভোটের ব্যবধানে মতায় এনেছে আবার ঠিক তেমনিভাবে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিদায়ও জানাবে। এসময় উপস্থিত ছিলেন জাহিদুৃল ইসলাম, মো সুলাইমান, সায়েম মো. ফরহাদ প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ তাদের ঐতিহাসিক রেডর্যালী(দেশের বর্তমান রাজনৈতিক অরাজকতার প্রতিবাদ জানানোর ল্েয লাল পোষাকধারী নেতাকর্মীদের অংশ গ্রহনে), মানবন্ধন ও তরুণসমাবেশ জাতীয় প্রেসকাব থেকে শুরু করে শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি, বঙ্গবন্ধু জাদুঘর-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এবং সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় তিন নেতার সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আবার প্রেসকাবে এসে সমাপ্তি টানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



