অনেক সময় ফেসবুকে কারো ফটো অ্যালবাম আমাদের অত্যাধিক ভাল লেগে যায়। ইচ্ছা হয়, সব ছবি নিজের পিসিতে সেভ করতে। কিন্তু, অ্যালবামে যদি ২০০ ছবি থাকে, তাহলে ১টা ১টা করে ডাউনলোড করতে অবস্থা কাহিল হয়ে যায়
install হয়ে গেল। এবার ফেসবুকের যেই অ্যালবামটা ডাউনলোড করবেন, ঐ অ্যালবামের উপর রাইট ক্লিক করে fluschipranie's download এ ক্লিক করেনঃ
তারপর একটা বক্স আসবে। চেকবক্সে টিক দিয়ে ok করেনঃ
এরপর আরেকটি উইন্ডো আসবে। যেখানে ফটোগুলো ডাউনলোড করতে চান-ঐ জায়গাটি select করেনঃ
দেখেন, ব্রাউজারের নতুন একটি ট্যাবে ডাউনলোড করা দেখাচ্ছেঃ
তারপর দেখেন, আপনার পিসিতে সব ছবি ডাউনলোড হয়ে গিয়েছে। হ্যাপি ডাউনলোডিং
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




