তখন Germany তে নতুন এসেছি। ছোট সুন্দর ছিমছাম শহর আমাদের। ঘুরে ফিরে উপভোগ করছিলাম প্রথম দিনগুলি। রাস্তা দিয়ে চলার সময় প্রায় জায়গায় লিখা দেখতাম Einbhanstrasse। German ভাষা না জানলে ও ততদিনে জেনে গেছি যে strasse মানে রাস্তা। সুতরাং মনে হতো Einbhanstrasse খুব বিখ্যাত কোন একটা রাস্তা হবে। একদিন অন্য এক ভদ্রলোক এর সাথে হাটার সময় উনাকে জিজ্ঞেস করলাম "আচ্ছা ভাইয়া Einbhanstrasse টা কোথায় আর এটা এত বিখ্যাত ই বা কেন?" উনি হাসতে হাসতে আমাকে আর একটা গল্প শুনালেন। গল্পটা এরকম ....
বহুদিন পূর্বে এক বাঙ্গালী Germany তে এসেছিলেন। চিঠি চালাচালির যুগ তখন। উনি দেশে চিঠি পোস্ট করবেন কিন্তু ঠিকানা পুরোটা জানা নাই। আর এক ভদ্রলোক কে জিজ্ঞেস করলেন উনি যে জায়গায় থাকেন সেই রাস্তাটার নাম কি? ভদ্রলোক উনাকে জানালেন যে উনি ঠিক বলতে পারবেন না কিন্তু রাস্তার পাশে signboard এ লিখা আছে সেখান থেকে জেনে নিতে বললেন। ভদ্রলোক তাই দেখে নিজের ঠিকানা লিখে দেশে চিঠি পাঠালেন। অনেকদিন অপেক্ষা করেও যখন উত্তর পাছিলেন না দেশে ফোন করে জানলেন যে অনেক আগেই চিঠির উত্তর পাঠিয়ে দেয়া হয়েছে। ভদ্রলোক তখন আর একজনের কাছে জানতে চাইলেন উনার চিঠি কেন আসেনি? সেই ভদ্রলোক উনার কাছে জানতে চাইলেন ঊনি রাস্তার নাম, পোস্ট কোড ঠিকমত লিখেছিলেন কিনা। উনি জানালেন যে পোস্টকোড ঠিকই আছে আর রাস্তার নাম ত Einbanstrasse। কথা শুনে সবাই খুব হাসছিলন।
আসলে Einbanstrasse হছে "Oneway road" আর এখানে প্রতিটা city তে Einbanstrasse টা লিখা আছে কয়েক হাজার বার।
আশা করি আমার মত কিন্বা গল্পের সেই ভদ্রলোকের মত আর কেউ ভবিষ্যতে Einbanstrasse খুজতে যাবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



