অনেক দিন পর ব্লগ এ,,সবাই ভালো আছেন নিশ্চয় । আমিও ইদানিং ভালো আছি । যদিও বেশিদিন ভালো থাকার অভ্যাস নেই! তবে ভালো থাকতে ভালোই লাগে,,কি বলেন ?!
কি লিখবো ভেবে লেখা শুরু করিনি,,,তবে লিখতে ভালোই লাগছে..অন্তত বিজয় এ বাংলা লেখার প্রাকটিসতো করা হচ্ছে! তবে অবাক হচ্ছি স্পিড আগের মতই আছে । না দেখে ইংলিশ লিখতে পারিনা,,যদিও সবসময় ইংলিশ ই লিখি,তবুও না দেখে লেখার অভ্যাস হলোনা । অথচ এতদিন পর বাংলা লিখছি,পটাপট না দেখে । মনে পড়ে গেলো প্রথম কম্পিউটার এ হাতেখড়ির কথা । ২০০৩ এ এস এস সি পাস করে আমি আর বন্ধু নাজমুল আমাদের এলাকা খোকসা তে অইকন কম্পিউার প্রশিক্ষন কেন্দ্রে ভর্তি হই । সে সমই খোকসা গুটিকয়েক বাড়িতে কম্পিউটার ছিলো,,সোভাগ্যবশত আমাদের বাড়িতেও ছিলো । তবে কম্পিউটার রুম এ আমি নিষিদ্ধ ছিলাম । কারন সেটা ছিলো আমার ছোট কাকুর । মেজো কাকু আমেরিকা থেকে নিয়ে এসেছিলো । ছোটকাকু না থাকলে আমি চুপিচুপি কম্পিউটার এ এন এফ এস২ খেলতাম। যাহোক মুল কথাই আসি,,,২০০৩ সালে এম এস ওয়ার্ড শিখেছিলাম । সেটা দিয়ে এখনো চালিয়ে যাচ্ছি । তবে এখনো "কোনরকম" লেভেল এই পড়ে আছি,,উন্নতি আর হলোনা । এমনি হয় সব ব্যাপারে আমার সাথে । সবার আগে শুরু করি,,কিন্তু শেষ হয়না । কেনো হয়না,,নিজেও বুঝিনা,,জাষ্ট শেষ হয়না । আমার যেখানে শেষ হয় সেখান থেকে অন্যোরা শুরু করে শেষ করে ফেলে..আমি ওই কোনরকম লেভেল এই পড়ে থাকি । জীবনের প্রতিটা ব্যাপার এই আমি কোনরকম ।
মেনে নিয়েছি..উপায় নেই । কি করবো ,,,হইনাতো...
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




