ছবিটা তুলেছি পাবনার খাস চর থেকে । গত পরশু দিন আমারা কয়েকজন বন্ধু গিয়েছিলাম ঘুরতে । খোকসা ,আমলাবাড়ি (কুষ্টিয়া) থেকে নৈাকাযোগে যেতে ১০/১৫ মিনিট লাগে । অসম্ভব সুন্দর এলাকা । যদিও এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই । চারিদিকে পানি, মাঝখানে তাদের বসবাস । নদীর মধো ছোট ছোট দ্বিপ এর মত । আমাদের নৈাকার মাঝি ভাই বললো,,এখানে নাকি এক সময় সন্ত্রাসীদের ঘাটি ছিলো,,এখন নেই,,,তারা এদিক দিয়ে বেশ ভালোই আছে....একদিকে পাবনা অন্যদিকে কুষ্টিয়া । তারা পাবনার মধ্যো হলেও আমলাবাড়ি তাদের কাছে হওয়ায় নিত্যপ্রয়োজনীয় কাজে আমলাবড়ি, গোপগ্রামেই যায় ।

ছবিতে কিশোর কিশোরিরা নিজেরাই নৈাকা নিয়ে এসে ফসলের মাঠ থেকে জ্বালনী সংগ্রহ করে বাড়ি ফিরছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




