সুইস ব্যাংকে রক্ষিত বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বছরভিত্তিক মোট স্থিতি।
পরিমাণটা সুইস ফ্রাঁ তে দেওয়া এবং হাজারের অংকে।
১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত হিসাব দেওয়া আছে Swiss National Bank (SNB) এর ওয়েবসাইটে।
বাংলাদেশের হিসাব রয়েছে।
গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে হতে বর্তমানে ৮৭,১১,১২,০০০ সুইস ফ্রাঁ তে এসে দাড়িয়েছে।
১ সুইস ফ্রাঁ সমান ৯৫ টাকা। এই টাকা বৈধ বা অবৈধ কোন ভাবে ওখানে গেছে কেউ জানেনা।
সবচাইতে বেশি পরিমাণ অর্থ আছে যুক্তরাজ্যের, ৩৭৫২০৯১৭৪০০০ সুইস ফ্রাঁ।
এরপর যুক্তরাষ্ট্রের , ১৬৭৩৩১২৪৫০০০ সুইস ফ্রাঁ।
ভারতের আছে ৩৮২৮৯১২০০০ সুইস ফ্রাঁ।
ফকল্যান্ড, গ্রিনল্যান্ড ও কিরিবাতির মতো পুঁচকে দেশেরও আছে যথাক্রমে ৩০০০০, ৬০০০ ,ও ৫০০০ সুইস ফ্রাঁ করে।
ভুটানের আছে, বতসোয়ানার আছে, যুদ্ধবিধ্বস্ত আফাগানিস্তানের আছে।
অন্যদের আছে বলে আমাদের থাকাটাও বৈধ হয়ে যায়- যদিনা সেই টাকাটা বৈধভাবে অর্জিত ও বৈধপথে সুইজারল্যান্ডে গিয়ে থাকে।
বৈধভাবে অর্জিত ও বৈধপথে গেছে কিনা সে বিষয়ে তথ্য নেই কারো কাছে ।

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




