আমি এই ব্লগে নতুন। হালচাল কিছুই জানি না। কেউ যদি সাহায্য করেন ব্লগের অবস্থা জানতে, তাহলে সুবিধা হবে, এবং কৃ্তজ্ঞ থাকব।
আমি লিখতে চাই।লিখতে চাই নিজের ভাল লাগা সম্পর্কে। লিখতে চাই আশে পাশে যা ঘটে তার সম্পর্কে। যত অনাচার আছে, তার বিরুদ্ধে, ভাল কোন উদ্দ্যোগের পক্ষে।
আমি একজন বাংলাদেশি। আমি স্বপ্ন দেখতে ভালবাসি। হয়ত আমাদের দেশের অবস্থা এখন হয়ত ভাল না, হয়ত একটু বেশিই খারাপ। কিন্তু আমি স্বপ্ন দেখি, একদিন আমরা একটি মহান জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব বিশ্ব দরবারে। আমি স্বপ্ন দেখি একদিন আমাদের আর কোন অভাব অভিযোগ থাকবেনা, থাকবেনা কোন হাহাকার। আমরা হব স্বয়ংসম্পুর্ণ, কারো উপর আমাদের নির্ভরতা থাকবেনা। দেশ থেকে দূর হবে সকল অন্যায়, অনাচার।
সুন্দর সেই সোনালী দিনের প্রত্যাশায়..............
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



