আমি ব্লগে নতুন। ব্লগের হালচাল কিছুই জানি না। তাই এর ওর ব্লগে ঘুরে ঘুরে একটু অনুমান করার চেষ্টা করলাম এখানে কি ঘটে।
যা পড়লাম, যা বুঝলাম, তাতে মনে হ্ল এই ব্লগে শিবির সাপোর্টার একটা গ্রুপ আছে, এবং সংখ্যায় এরা কম না।আবার এদেরকে মুখ খারাপ করে গালি দেওয়ার মতও একটা গ্রুপ আছে, যারাও সংখ্যায় কম না।
আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ মানুষ। তবে আমি আর কাউকে সমর্থন দিই আর না দিই, শিবিরকে কখনো সমর্থন দেব না। কারণ তারা নেতা হিসেবে যাদেরকে মেনে নিয়েছে, তারা সবাই প্রতিষ্ঠিত রাজাকার। আমি বাংলাদেশের একজন বাঙালী হয়ে কখনো রাজাকার বা তার কোন অঙ্গসংগঠনকে কখনই সমর্থন করতে পারি না।
তবে এই শিবির এবং অ্যান্টি শিবির, এই দুই দলের মধ্যে কথার তীর ছোড়াছুড়ি দেখে আমার একটা জিনিসই শুধু মনে হল, এই ব্লগে নিরস সময় কাটাতে হবে না।শিবির এবং অ্যান্টি শিবির বাদেও হয়ত এখানে আরো অনেকজন আছেন, কিন্তু ওনাদের মাঝে যেরকম গালাগালি চলে, তাতে ওনাদেরকে খুব সহজেই চেনা যায়।
এছাড়াও কয়েকজন আছে, যাদের লেখা আমার ভালো লাগল। যেমন রাগ ইমন আপুর লেখা মধ্যরাতের কৌতুক পোস্ট, তনুজা আপুর লেখা কবিতা, নাফিস ইফতেখারের ব্যঙ্গ কবিতা, হিমালয়ের সমাজ সচেতনতামূলক ডিজুস নিয়ে লেখা ইত্যাদি।
আপনাদের সাথে সুন্দর কিছু সময় কাটানোর অপেক্ষায়......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



