ডুবল সূর্য, হলো সন্ধ্যা।
দেখা হলো না আজও।
আছো তুমি কোথা?
ভেবে মরি আমি, আমায় কি ভুলে গেছো?
একটি দিন না দেখলে মোরে আসতো তোমার চোখে জল?
সে কি ছিল আমায় হারানোর ভয়?
না কি ছিল শুধু ছল?
ভেবে পাই না আমি, কি ছিল মোর অন্যায়?
প্রিয়জন কেন আজ এত দূরে?
মোরে কেন ভুলে গেল হায়!!!
সময় যেন থেমে নেই আজো চলছে ঠিক খেয়ালে।
সবই আছে ঠিক, নেই শুধু তুমি।
হারিয়ে গেছো কালে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



