আমি একটু হারাতে চাই,
যেখানে ব্যস্ততা বলে কিছু নাই।
আমি একটু হারাতে চাই,
যেখানে শুধু নীল আকাশের মাঝে ভেসে
থাকবে মেঘ।
আর আমি মেঘটাকে চেয়ে চেয়ে
দেখবো।
কখনো অঝোর ধারায় ঝরবে। মন্দ কি!!!
আমি সেই বৃষ্টিতে গা ভিজিয়ে
হারিয়ে যাবো অন্য জগতে।
যেখানে ব্যস্ততা বলে কিছু থাকবে না।
কারো শাসন বা বকুনির ভয় থাকবে না।
আমি হারাতে চাই সেই ভুবনে।
আমার স্বপ্ন গুলোকে ভালোভাবে
দেখতে পাবো যেখানে,
যেখানে ব্যস্ততা উকি দেবে না।
আমি হারাতে চাই সেখানে।
গাছের ছায়ায়, নিবির মায়ায়
পাখিদের গান, এলোমেলো ভাবনা শুধু
থাকবে আমার সাথে,
যেখানে ব্যস্ততা বলে কিছু থাকবে না,
আমি শুধু হারাতে চাই সেখানে।
কেউ কি আছো হারাবে আমার সাথে????
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



