আগেই বলে দিচ্ছি আমার এই পোস্টটা
পড়ে কেউ আমায় গালি দিবেন না।
আর অনুরোধ, বলবেন না যে বেশি
বেশি কিছু করছি। আমি আরও বলছি যে
আমি কোন মেধাবী ছাত্র নয় এবং
মেডিকেলেও পরীক্ষা দিই নি।
তারপরও আজ কিছু বন্ধুদের দেখলাম
রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করছে।
কতটুকু অসহায় হলে মেধাবীরা রাস্তায়
নামে!!! তাদের একজনের ডাকে আমিও
সাড়া দিলাম। দৌড়ে গেলাম তাদের
পাশে। শুধু বিবেক আমাকে যেতে বলল
বলে। তাদের দাবী ছিল পূর্বেই ফাঁসকৃত
মেডিকেলের যে ভর্তি পরীক্ষা
হয়েছে তা বাতিল করে নতুন করে
সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার জন্য,
যেখানে সঠিক মেধার যাচাই হবে।
চিন্তা করেন আমরা কোন দেশে বাস
করি! যেখানে শিক্ষাক্ষেত্রে চলে
অহরহ দুর্নীতি। শেষ পর্যন্ত সারাবছর
যাদের পড়াশুনা করেও আজ চান্স পায়
নি, আর অনেকেই কোন রকম পরিশ্রম না
করেই শুধু পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে
কাজে লাগালো। চান্সও হলো।
এইভাবে প্রশ্ন আউট করে এরা যদি
ডাক্তার হয়, তবে তারা বড়জোর
দেশের একটা উপকারই করতে পারবে।
তা হলো দেশের কিছু পাবলিক মেরে
জনসং্খ্যা কমাতে পারবে। যে দেশের
শিক্ষাক্ষেত্রটা পঙ্গু হয়ে যায়, সে
দেশটা ধ্বংস হতে বোধয় বেশিদিন
লাগে না। তাই লজ্জিত আমরা জাতি
হিসেবে! আপনাদের সবার কাছে
আমার জোর অনুরোধ শুধু দেশ ও সুশিক্ষিত
জাতি গড়ার স্বার্থে, দেশকে পঙ্গুত্ব
থেকে রক্ষা করতে যার যার অবস্থান
থেকে এগিয়ে আসুন। তা না হলে নিকট
ভবিষ্যতে এরকমও হতে পারে, যেমন:
ফুটপাতে এক ক্রেতা ও বিক্রেতা____
বিক্রেতা: ভাই কি চাই?
ক্রেতা: একসেট বিসিএস প্রশ্ন।
বিক্রেতা: ঠিক আছে। ভাইবা সহ না
কি ছাড়া? ভাইবা সহ দাম কিন্তু বেশি
পড়বে।
তাই সবাই একটু বিবেক দিয়ে ভাবুন। সময়
থাকতে সোচ্চার হোন। নয়তো একদিন
পস্তাতে হবে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



