
আমার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করল। এখন থেকে সবাই পিয়াজ ব্যবহার বন্ধ করে দেয়া সম্পর্কে। দেখলাম অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন তার পোষ্টে। ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ নয়। প্রতিবাদের এক অন্য মাধ্যম।
এই সময়ে এসে কেউই আর অন্ধ নয়, সবাই অন্ততপক্ষে কম-বেশি সিন্ডিকেট সম্পর্কে জানে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পিছনে এক শ্রেণীর সাধু মানুষদের হাতের ছোয়া আছে। ধর্ম যারা মানেন, তারা জানেন যে আল্লাহ খাদ্য এভাবে মজুদ করে রাখা কিংবা সিন্ডিকেট তৈরি করতে নিষেধ করেছেন। এজন্যে হয়ত কোন একটা জাতিকে খাদ্যের অভাবে ভুগিয়েছেন এমন কোন একটা রেফারেন্স আছে তবে এই মুহুর্তে মনে নেই। যাই হোক, আমরা বাঙ্গালী মুসলিম, আমাগো এইসব আল্লাহর আদেশ নিষেধে তেমন কোন ফারাক পরে না, লুঙি মাথায় উঠে তখনই যখন কেউ ধর্ম নিয়ে মন্তব্য করে।
এই সিন্ডিকেট বন্ধ করতে হলে এদের ব্যবসায় আগে একটা জোরসে টান মারতে হবে। এমন জোরে টান মারতে হবে যেন লুঙি ছিড়ে যায়। একটু ভেবে দেখুন, ফখরুদ্দিনের সরকারের আমলে মানুষরে ভাতের বদলে আলু খাওয়াইছে। উনি জোর করে নাই, অনুরোধ করেছিল। সেই অনুরোধ রাখতেই অনেক মানুষ সত্যি সত্যি ভাতের বদলে আলু খেতো। এখন কথা হচ্ছে মানুষ তরকারীতে যদি পিয়াজ না খায়, খুব বেশি কি জঘন্য লাগবে রান্নাটা! হয়ত জঘন্য লাগতে পারে, তবে কিছুদিনের মধ্যে যে ঐ খাবারটাই আপনার রুটিনে পরিণত হয়ে যেতে পারে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত আছি। তবে তার থেকেও বড় কথা হচ্ছে আপনার এই পিয়াজ স্যাক্রিফাইসের ফলে পিয়াজ সিন্ডিকেটকারীদের পিত্ত জ্বলে উঠবে। দেখবেন আপনা-আপনি পিয়াজের দাম পানিতে নেমে গেছে।
নাহ, সিন্ডিকেট মুক্ত করা এই বাংলায় খুব শীঘ্রই সম্ভব নয়। কারন এদের হাত অনেক দিকে থাকে, আবার অনেকের বিশেষ মদদও থাকে তাদের প্রতি। প্রথমত সরকারের অবহেলা বলুন বা পৃষ্ঠপোষকতায়ই বলুন, এই সিন্ডিকেট যুগে যুগে চলে এসেছে, চলবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা বাঙ্গালী পাবলিক একটু বেঈমান টাইপের। আমাদের ঈমান নাই। মনে করেন ঠিকই সবাই একমত পোষণ করে পিয়াজ খাওয়া বন্ধ করে দিবে, এরমধ্যেও কিছু মীরজাফরকে দেখবেন লুকিয়ে লুকিয়ে পিয়াজ কিনতে আসতে যেন অল্প দামে পায়। এই দুই শ্রেণীকে বাদ দিয়ে বাকি মানুষগুলা যদি পিয়াজ খাওয়া বন্ধ করে, তবে দেখবে একমাসের মধ্যে পিয়াজের দাম পানিতে এসে নামবে।
সুতরাং আসুন, ফরুদ্দিনের পদাঙ্ক অনুসরণ করে একসাথে বলি, "বেশি করে আপেল খান, পিয়াজের উপর চাপ কমান।"
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




