গতকাল বার্জ মাউন্টেড মামলার শুনানীকালে কোর্টে দাঁড়িয়ে বিচারককে তিনি বলেন যে আপনার উপর চাপ থাকলে রায় দিয়ে দিন।
আমাদের বিচারকদের লাজলজ্জা কিছু থাকলে শেখ হাসিনার এ বক্তব্যের পর হয় তারা পদত্যাগ করতেন নয়তো বিচার ব্যবস্থার উপর চেপে বসা অদৃশ্য নিয়ন্ত্রকদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতেন।
কিন্তু হায়! মাও সে তুং কেন যে বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন তার সেই বিখ্যাত তত্ব- বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস।
আমাদের বিচার ব্যবস্থার উপর আমরা আগেও আস্থাহীন ছিলাম। কিন্তু এবার ক্ষতি যেটা হয়েছে তা হলো একদিকে বিচার ব্যবস্থার স্বাধীনতার নাটক মঞ্চস্থ হলো অন্যদিকে অদৃশ্য নিয়ন্ত্রকদের দৌরাত্ব কোর্টকে পুরোপুরি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে ফেললো। বহু আকাঙ্খিত বিচার ব্যবস্থার স্বাধীনতা সুদুরপরাহত হয়ে গেলো।
নিচের লিংকগুলি গতকালকের কোর্টের খবর।
http://www.jaijaidin.com/details.php?nid=64947
http://www.manabzamin.net/page1.htm
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




