একদিন তুমিই শিখিয়েছিলে ডানা মেলে স্বাধীনতার আকাশে উড়তে ,
একদিন তুমিই বলেছিলে বিচিত্র এই জগৎ সংসারে যত দূঃখ ই আসুক ,
এই হাত ছেড়ে যাবে না।সকল দুঃখ,সকল যাতনা এক সাথে সইবো ,
সকল বাধা এক সাথে হাতে হাত রেখে পার হয়ে যাব।
কিন্তু এ তুমি কি করলে ? আজ তোমার হাতে ই কেন পরাধীনতার শৃংখল ?
আজ যখন সময় এসেছে এই জগৎ সংসারের সকল দুঃখ , যাতনা ,বাধাঁয় দূজনের এক হয়ে হাতে হাত রেখে লড়াই করার ,ঠিক তখনই আমায় ছিটকে ফেলে দিলে স্বাধীনতার আকাশ থেকে পরাধীনতার খাচায়ঁ।
যে পরাধীনতার অভ্যস্ত ছিলাম আজ সেই অভ্যস্ত জীবন মোটেই সহ্য করতে পারছিনা।আমায় ক্ষমা করে দিও আমি তোমাকে তথা আমার সেই
স্বাধীনতার আকাশ কে ভূলতে পারছি না।
আজ আমার ডানা ভেঙে গেছে , স্বপ্ন দেখার সেই চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। শুধু রয়ে গেছে সেই রঙীণ স্মৃতী গুলো যা এখন ধুসর রঙের মনে হয় ।
ক্ষমা কর আমায়। আর তোমার দেয়া সেই স্মৃতীগুলো ফিরিয়ে নাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



