প্রাণে, জলপরাণে [] ফকির ইলিয়াস
...................................................................
পৃথিবী এগিয়ে এলে তোমারও থমকে দাঁড়ানো পা
বৃষ্টিতে চুমো খায় ,তৃণলতাবেলা
বলে যায় কানে কানে
হে দুপুর ,তুমিও দাঁড়িয়ে আছো বড়ো একেলা !
ঝড়ের আগে যে পাখি গা ঝেড়ে উঠে
অভিসারে, সূর্যস্নানে সাজায় সংসার
একদিন তুমিও তো জল কেটে কেটে
গড়েছিলে আবাসন- পদ্মরেখা, পাশে রেখে তার।
সেই রেখা আজও আছে, নেই মুখ- চোখের পরত
জলেই মিশেছে জল, সমুদ্রে- নক্ষত্রের ক্ষত।
#
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫৬