প্রার্থনার আলো ॥ ফকির ইলিয়াস
একাদশী আকাশ দেখি।এই গতিপথে আমার ভ্রমণ,নিশ্চিত
জন্মের জলে ভাসিয়ে নেয় শব্দখেলা দিন,শাসনের রাত।
খুলে দিলে উদার প্রভাত,কে না পূজারী হয় বিজয়া দশমে........।
তারপর মনোজ বীক্ষণে খুঁজে কাঁপনের দীর্ঘ প্রহর
ডর-ভয় কিছুই থাকে না,বিলাপ সমগ্র থেকে ধার নিয়ে
প্রার্থনার আলো,গোলার্ধে শুভার্থী হয়-ডুবে শিল্পকামে।
আর যারা নাগরিক নৃত্য দেখে মিলিয়ে রাখে নদীদের ছাপ
তারাই কেবল জানে ছায়াবৃক্ষে থাকে কত পাতা
কিংবা এর আগে কা'রা কারা লিখেছিল মেঘ,সর্বনামে।
#
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৮