বাউল গান [] ও ভাই ভবে আইলো রে
ফকির ইলিয়াস
==================================
ও ভাই ভবে আইলো রে করোনারই কাল
সাবধানে থাকিও সবাই, হইও না বেতাল॥ ও ভাই
১। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই অংশ
হাত-মুখ ধুয়ে করো ভাইরাস নির্বংশ
ছয় রিপু'কে করে ধ্বংস- জ্বালাইয়া মশাল॥ ও ভাই
২। আলোর দিকে ফিরো ও ভাই,সত্যের দিকে ফিরো
ন্যায়,নীতি আর আইন মেনে সহজ পথটি ধরো
ব্যাভিচারকে ত্যাজ্য করো, সংকট যে ভয়াল ॥ ও ভাই
৩।ফকির ইলিয়াস ডাক দিয়া যায়,জাগো হে মানুষ
আর কত থাকিবে ঘুমে, করো একবার হুশ
অন্যকে আর দিও না দোষ, প্রভু খুব দয়াল ॥
@ নিউইয়র্ক / ২২ মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৭:৫৭