পথের পাঠশালা থেকে [] ফকির ইলিয়াস
................................................................
পথের পাঠশালা থেকে ফিরে আসে মশগুল পাঠক
হাতে বই নেই। এক ফালি রোদ হাসে তার মুঠোয়
ধরে রাখে- ঝড়, বিপন্ন বসন্ত।তাতেও থাকে খুশি
আর খোশগল্প করে ঢেউয়ের সাথে।সারারাত।
নদীই প্রেমিকা তার- অভিযোগ নেই, নেই কোনো
কামজ আগুন।ধ্যানে, জমায় অবিন্যস্ত কাঠফলক।
ফলকে রতিচিত্র দেখে আমার ভাবনায়ও লাগে আগুন।
দাউ দাউ বৃষ্টিরেখা জ্বালায় উপত্যকা।এখানে এর আগে
অন্য কোনো মানুষের বসতি ছিল!নাকি পথ ছিল শুধু .......
#
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪৭