ফাল পাইড়া যৎকিঞ্চিৎ হাওয়া
ভাবতে ভাবতে
বাঙালি থুতনিতে মাঝে মাঝে চীনা ঘাস গজায়।
বলি ও চেয়ারম্যান, তোমার পার্টি এখন
মানুষ ছাইড়া চেয়ার বাঁচাইতে লৌড়ায়
আমার পোংটা বিড়াল যখন তোমার নাম ধইরা আলাপ করে
মাঝে মাঝে বিলাপের মতো লাগে।
আমি তখন সিং জীর লগে দলাইবাবুর আলাপ শুনি
ঠিক তখন চীনা বাজারের গলির ভিতর ধেড়ে মাগিরা
বুকের বন্ধনী খুইলা লাল ঝান্ডা ওড়ায়।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



