কাকের অন্ধকারে নিমজ্জিত আজকাল
লালছে কালো ভয়ময় চাহনিতে অগ্নি,
লোলুপতার অভুক্ত থাবা বিবেকের খুলিতে
নড়ে উঠেছিল গোড়ালীর পেশীর বাঁধন।
আমি নির্বিকার দু'হাত তুলেছি শূন্যে
অট্ট নিনাদে কেঁপে উঠে নক্ষত্র প্রাণ!
ছিঁড়ে যায় জলের সূতোয় বুনা সামিয়ানা
দমকে আসে কালের কোমর ভাঙ্গা তুফান।
আবিষ্ট আঁখি চারিপাশে বুলাতেই হেরি
পুরাতন পঞ্জিরগুলো নতুন অস্থি ঘেরি
আমায় ডেকে যায়- 'সেকেলে',
'মৌলপন্থী' বলে।
জন্মিল যুগের শিশু সহস্রাব্দের মুখে
ভুলে যায় তার গত, অনাগত ফেরার উদ্যান,
মায়ের কোল ভেঙ্গে মুছে ফেলে জন্মদাগ
ছদ্মবেশী মাসির আঁচলে লুকায় চটুল।
এসেছে আবার নতুন দিন, নব উৎসব
লোমশ বুকের দেয়াল ছিঁড়েছে সিঁদেল,
হিমাংক কাঁপায়, অগ্নি জ্বালায় সুখের দিন
বক্ষ তলার ঘুমন্ত আগ্নেয়গিরি নড়ে উঠলো
জ্বলবেই সে! জ্বালাবে সকল কালের আস্তিন!
১৬.০১.২০০১
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
ছবির জন্য [link|http://www.whiskeysierragrafics.com/grafiken/atmosphere
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



